ঘর সাজাতে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সেই ঘর সাজানোর অনুষঙ্গ যদি আবার হয় নিজের হাতে বানানো, সেটিও একেবারে নূন্যতম খরচে তবে তো আর কথাই নেই। নিজের অবসর সময়টাকে ভালভাবে ব্যবহার করতে ঘরে পরে থাকা কটন বাড দিয়েই বানিয়ে নিতে পারেন সুন্দর কদম ফুলের গোছা। সুন্দর একটা ছোট্ট ফুলদানি নিজে হাতে কি করে বানাতে পারেন সেই উপায়ই জেনে নিন আজ:
উপকরণঃ
১। ফোম গোলাকৃতির টেনিস বলের মতো আকার করে কাটা,
২। কটন বাড (যতগুল বল বানাবেন সেই পরিমাণমতো),
৩। কাঁচি,
৪। নিজের ইচ্ছেমতো রঙ,
৫। ছোট গাছের ডাল (ফুলদানিতে এঁটে যাবে এমন)
পদ্বতিঃ
১। কটন বাডগুলোকে অর্ধেক করে কেটে নিন।
২। ফোমের বলগুলতে অর্ধেক করে নেওয়া কটনবাডগুলো গুঁজে নিতে থাকুন।
৩। পুরো বলটা কটনবাডে ঢেকে দেবার পর ইচ্ছেমতো রঙ করে নিন কদম ফুলের মত দেখতে এইবলগুলো।
৪। এরপর বলের মাঝে সাছের ডাল ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে গেলো সুন্দর সাজিয়ে রাখার ফুল। পছন্দমতো পাত্রে সাজিয়ে রেখে দিন সুবিধামতো কোন জায়গায়।
লিখেছেন - জান্নাতুল ইসলাম শিখা