আচ্ছা কেমন হয়, যদি একটি ফেইস ওয়াশই আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি ফেইসে গ্লোয়িং লুক এনে দিতে পারে? স্কিন কেয়ারের ব্যাপারে আমরা অনেকেই খুব বেশি সচেতন। বেসিক স্কিন কেয়ারের রুটিন সম্পর্কে জানলেও স্কিনের প্রবলেম অনুযায়ী কোন প্রোডাক্টটি ব্যবহার করবো সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমাদের স্কিনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হলো, স্কিনকে প্রপারলি ক্লিন করার পাশাপাশি এর লাবণ্য ধরে রাখা। স্কিনকে প্রপারলি ক্লিন করার কথা বলতে নিলে প্রথমেই আমাদের ফেইস ওয়াশের কথা মাথায় আসে। আজকে আমি কথা বলবো, রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে। এতে রয়েছে রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট এর গুণাগুণ, যা ত্বকের যত্নে আপনাকে সাহায্য করবে পুরোপুরি। আর সেই সাথে ডিপ ক্লিন এবং গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই হবে, আর ত্বক পরিষ্কার করার পাশাপাশি স্কিনকে করবে গ্লোয়িং এবং এন্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে।
রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে কিছু কথা
এর প্যাকেজিং কেমন?
অনেকটা ছাই এবং আকাশী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যাবে এই ফেসিয়াল ওয়াশটি। ১০০ এম.এল এর একটি টিউবে থাকে। এর প্যাকেজিং খুবই সুন্দর এবং সিম্পল। প্যাকেটের গায়ে ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং ব্যবহার করার নিয়মও সুন্দর ভাবে দেয়া আছে।
কোন ধরনের স্কিন টাইপের জন্য?
রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ অল টাইপ স্কিনকে টার্গেট করে তৈরি করা হয়েছে। তাই স্কিন টাইপ নিয়ে আলাদা করে ভাবতে হয়না।
কী কী ইনগ্রিডিয়েন্টস থাকছে রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশে?
রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ এ রয়েছে
(১) রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও
(২) ট্যাঞ্জেরিন
আমাদের ত্বকের যত্নে এই দুটি ইনগ্রিডিয়েন্টস খুব বেশি কার্যকরী। কীভাবে? চলুন প্রথমেই জেনে নেই, রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এর কিছু বেনিফিটস নিয়ে।
স্কিন কেয়ারে রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট
- ত্বককে ডিপলি পরিষ্কার করে একটি ফ্রেশ ফিল দেয়
- স্কিনকে করে গ্লোয়িং
- ত্বকের কোলাজেন প্রোডাকশন বাড়ায়
- এন্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে কাজ করে
- ইরিটেটেড স্কিনে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার হয়
- ত্বককে কোমল করে ও রিংকেলস প্রিভেন্ট করে
- ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে
- স্কিনে একটি কামিং ইফেক্ট এনে দেয়
স্কিন কেয়ারে ট্যাঞ্জেরিন এক্সট্রাক্ট
- নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফিরিয়ে আনে ও আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করে
- ত্বকের কালো দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করে
- পোর রিফাইন করে ও স্কিন টাইট এবং লাইট করে
- ত্বককে ডিপলি ময়েশ্চারাইজড করে
রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশের ত্বকে বেনেফিট দেয়?
(১) হেলদি এন্ড গ্লোয়িং স্কিন পেতে রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দারুণ কার্যকরী।
(২) এটির ব্যবহার ত্বক থেকে ময়লা, এনভাইরনমেন্টাল পলিউটেন্ট, মেকআপ, ডার্ট দূর করে।
(৩) যাদের ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা দেখা দিচ্ছে তাদের জন্যে এটি অনেক বেশি হেল্পফুল হবে। এন্টি এজিং প্রিভেন্ট করতে এর জুড়ি নেই।
(৪) ত্বকের নানা রকম দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।
কখন এবং কীভাবে ব্যবহার করলে ভাল রেজাল্ট পাবো?
- রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াসটি থেকে ভালো রেজাল্ট পেতে প্রতিদিন অন্তত দুইবার ত্বকে ব্যবহার করতে হবে।
- বিশেষ করে বাইরে থেকে বাসায় ফিরে ত্বক পরিষ্কার করতে এটি সবচেয়ে বেশি ইউজফুল স্কিনে।
- মেকআপ তোলার ক্ষেত্রে অয়েল ক্লিনজার ব্যবহার এর পর রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশটি দিয়ে ফেইস ভাল ভাবে ক্লিন করে নিতে হবে। স্কিন ক্লিন করার এই স্টেপ গুলোকেই মূলত ডাবল ক্লিনজিং বলে।
ডাবল ক্লিনজিং কী এবং এর স্টেপগুলো কী কী?
স্কিন পরিষ্কার করার প্রসেসে একবারের বেশি দুইবার যখন কোন স্টেপ ফলো করা হয়, তাকেই বলে ডাবল ক্লিনজিং।
রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লিনজিং করার স্টেপ
(১) শুরুতেই ফেইসে হালকা একটু পানির ঝাপটা দিয়ে নিন। নরম কাপড় দিয়ে ফেইসটা একটু মুছে নিন।
(২) এখন পরিমিত পরিমাণে অয়েল ক্লিনজার, লোশন বা মিসেলার ওয়াটার নিয়ে নিন।
(৩) ৩ থেকে ৫ মিনিট ভাল করে মুখে ম্যাসাজ করুন। তবে বেশি জোরে ঘষা যাবেনা।
(৪) ম্যাসাজ করার পর মুখ, গলা ও ঘাড়ের ক্লিনজিং অয়েল বা লোশন একটি ওয়াইপস বা কটন প্যাডের সাহায্যে তুলে ফেলুন।
(৫) এখন রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে দিয়ে মুখটা ভাল করে ধুয়ে ফেলুন।
ব্যাস! রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লিনজিং হয়ে গেল! শেষে অবশ্যই আপনার মুখে একটি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
দাম কত পড়বে?
১০০ এম.এল এর একটি টিউবের জন্যে খরচ করতে হবে মাত্র ১৮৫ টাকা। একদম ঠিক শুনেছেন!
এইতো! জানা হয়ে গেল, রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে কিছু জানা অজানা কথা। আজ তাহলে এতটুকুই, আবার কথা হবে নতুন কোনো প্রোডাক্ট এর রিভিউ নিয়ে। ততদিন সবাই ভাল থাকবেন এবং নিয়মিত স্কিন কেয়ার করতে ভুলবেন না!
স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
The post ডিপ ক্লিন এবং গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই appeared first on Shajgoj.