ব্রোঞ্জিং এবং কন্ট্যুরিং! সত্যি বলতে কী এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। আপনিও এই একই ভুল করছেন না তো? একটি পারফেক্ট মেকআপের খুব ইম্পর্টেন্ট দুটি ধাপ হলো ব্রোঞ্জিং এবং কন্ট্যুরিং। আপনার যদি মেকআপের প্রতি আগ্রহ থাকে তবে এসব ছোট ছোট ব্যাপারগুলো জানা খুব জরুরি। কন্ট্যুরিং ও ব্রোঞ্জিং কী, কোনটি কখন করা হয়, মুখের কোন অংশে ব্রোঞ্জিং ও কোন অংশে কন্ট্যুরিং করবেন, কোনটির জন্য কোন শেড ব্যবহার করবেন আসুন জেনে নেই!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ব্রোঞ্জিং এবং কনট্যুরিং এর মধ্যে পার্থক্য কী? appeared first on Shajgoj.