ঝলমলে এ শহরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হয়ে গেল CityAlo & Colors ম্যাগাজিনের আয়োজিত প্ল্যাটিনাম বিজনেস ওমেন অ্যাওয়ার্ড! আলোকিত এ সন্ধ্যায় লাইমলাইটে ছিলেন দেশের শ্রেষ্ঠ নারীরা আর তাদের সম্মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন কোরিয়োগ্রাফার ফায়সাল তুষারের কনসেপ্ট এবং কোরিয়োগ্রাফিতে আয়োজিত শো-তে ফুটে উঠেছিল ক্লিওপেট্রা থেকে লাক্সমিবাই এমন ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকা নারীরাও!
মেকওভার পার্টনার- অরা বিউটি লাউঞ্জ
জুয়েলারি পার্টনার – স্পার্কলি
ক্লসেট ফিচারড ডিজাইনারস– হেলেনা নাসরিন জুবাইয়দা, রুমানা চৌধুরী, সামিয়া এ রাহমান, স্বর্ণা মারিয়া মৃত্বিক। এই আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল সাজগোজ!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post প্ল্যাটিনাম বিজনেস ওমেন অ্যাওয়ার্ড appeared first on Shajgoj.