Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

বাদাম- মটরশুঁটির চাট!

$
0
0

বাদাম- মটরশুঁটির চাট  বিকেলের নাস্তা হিসেবে খুব সব সহজেই তৈরি করা যায়। পরিবার বা বন্ধুদের সাথে বিকেলে ঘরোয়া আড্ডায় বানিয়ে ফেলুন এই সহজ মুখরোচক খাবারটি।

উপকরণ

  • মটরশুঁটি সিদ্ধ- ১ কাপ
  • কাজু বাদাম ও চীনাবাদাম- ১ কাপ
  • টমেটো কুচি- ১ কাপ
  • শসা কুচি- ১/২ কাপ
  • ফেটানো টক দই- ১/২ কাপ
  • তেঁতুলের পানি- ২ টেবিল চামচ
  • চানাচুরগোলমরিচ- স্বাদ মত
  • বিট লবণ- স্বাদ মতচাট মসলা- ১+১/২ চা চামচ
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা- সাজানোর জন্য

প্রনালী

প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে এতে সিদ্ধ মটরশুঁটি ও বাদাম লবণ – গোলমরিচ দিয়ে ভেজে অন্য একটি পাত্রে তুলে নিন। এতে শসা, টমেটো ও চানাচুর মিশান। এবার টক দই এর সাথে চাট মসলা ও তেঁতুলের পানি মিশিয়ে উপর থেকে ঢেলে দিন এবং সব শেষে ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - তৃষা হক


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles