আমাদের মেকাপ বা সাজসজ্জায় তারকাদের প্রভাব অস্বীকার করার মতো নয়। তাদের লুক দেখে দেখে তাদের মতো করে নিজেদের ঢালতে পছন্দ করি। তবে অবশ্যই নিজের ব্যক্তিত্বের সাথে সেই লুক আদৌ মানিয়ে যাবে কি না, এই ব্যাপারটি মাথায় রেখে করাটাই মঙ্গল। পর্দায় শাহরুখ-কাজলের জুটিকে অনেকদিন পর আবার নতুন মাত্রায় গেরুয়া গানে আমরা দেখতে পাচ্ছি। এই গানে কাজলের স্মোকি আই মেকাপে ইন্সপায়ার্ড হয়ে নতুন একটি মেকাপ টিউটোরিয়াল বন্ধুদের সাথে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় শাহ্নাজ শিমুল রহমান।চলুন দেখে নিই, কীভাবে আপনি প্রিয় অভিনেত্রীর লুকটি নিজের মাঝে ফুটিয়ে তুলবেন।
টিউটোরিয়াল এবং ছবিঃ শাহ্নাজ শিমুল রহমান