Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?

$
0
0

আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে। সকালে ফ্রেশ হতে গিয়ে গলা ছেড়ে গান গান। মাঝ রাস্তায় ঝুম বৃষ্টি নামতে দেখলে নিজেকে আটকে রাখতে পারেন না, গাড়ির দরজা খুলে নেমে যান ভিজতে। তার মানে কি এই যে আপনার বয়স ৪০? নাহ। বিজ্ঞানীরা বলছেন এর মানে আপনার মনের বয়স ১৫-১৬!!

 

জানতে হবে মনের বয়স

জানুন আপনি মনের বয়সে তরুণ নাকি বৃদ্ধ - shajgoj

মানসিক ভাবে আপনি যা বোধ করছেন বা যা অনুভব করছেন অথবা নিজেকে যে বয়সের বলে ভাবছেন তাই আপনার মনের বয়স। এখন প্রশ্ন থেকেই যায় যে মনের বয়সই কি তাহলে আসল বয়স নয়?

প্রথম যেদিন পৃথিবীতে এসেছেন তারপর পার হয়ে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো বছর। আপনার উচ্চতা কিংবা জুতোর সাইজে যেভাবে পরিবর্তন আসে, তেমনি প্রতি বছর আপনার বয়সও বদলায়। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে দিনে দিনে বয়স বৃদ্ধির ধারণা সবার জন্য একরকম নয়। বয়স যতই হোক না কেন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোপুরি মনের ওপর নির্ভর করে। সেজন্যই মাঝে মাঝে আশি বছর বয়সী মানুষকে বাচ্চাদের মতো বায়না ধরতে দেখা যায়। আবার অল্প বয়সী অনেকের মধ্যে লক্ষ্য করা যায় গাম্ভির্য। বিজ্ঞানীরা মনের এই বৈশিষ্ট্য ও বৈচিত্র্য নিয়ে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। তারা ধারণা করছেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু মানুষ কেন আরো উজ্জীবিত হয়ে উঠছে আবার কেউ কেউ ঝিমিয়ে পড়ছে এটা বুঝতে হলে আপেক্ষিক বয়স সম্পর্কে আমাদের জানা জরুরী।

আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর Brian Nosek -এর ভাষ্যমতে,“যে সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা নিজেদেরকে অনেক তরুণ ভাবেন, তারা তাদের দৈনন্দিন কাজে বা জীবনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন”। মনের তারুণ্যকে জয় করতে পারলে তার কাছে কোন প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক যেমনটি করেছিলেন জাপানি প্রবীণ Yuichiro Miura, এই দাদু জীবনের শেষ দিনগুলো বারান্দার কোনে হুইলচেয়ারে বসে পার করতে চান নি। সেই জন্যেই ২০১৩ সালে ৮০ বছর বয়সে হিমালয় চূড়ায় নিজের পায়ের ছাপ এঁকে দিয়ে সবচাইতে বেশী বয়সে হিমালয় জয় এর তকমা ঝুলিতে ভরেছেন।

মনের বয়সে তরুণ Yuichiro Miura ৮০ বছর বয়সে হিমালয় জয় করেন - shajgoj

বিভিন্ন গবেষণায় এমনও দেখে গেছে যে  আপেক্ষিক বয়স মৃত্যুর ঝুকির মত অনেক গুরুত্বপুর্ণ স্বাস্থ্য বিষয়ক পুর্বাভাস দিতে পারে। আপেক্ষিক বয়স হচ্ছে বয়সের সেই মাত্রা যার মাধ্যমে কোন ব্যাক্তির অভিজ্ঞতার বয়স বা মনের বয়স প্রতিফলিত হয়।

সুস্বাস্থ্যের চাবিকাঠি এখন নিজের হাতে

বয়সের তুলনায় তরুণ কিনা তার চাবিকাঠি নিজেদের প্রফুল্লতার মধ্যে - shajgoj

এই চমৎকার ফলাফলগুলি থেকে গবেষকরা বিভিন্ন মানসিক এবং সামাজিক বিষয় বের করার চেষ্টা করছেন, যা বয়স বাড়ার অভিজ্ঞতাকে গঠন করে এবং কিভাবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সুস্বাস্থ্যের সাথে বেশিদিন বাঁচা যায় তাতে সাহায্য করে।

বহু দশক ধরে এই প্রক্রিয়া এবং গবেষণার কাজ চালু আছে। কিন্তু আপেক্ষিক বা বৈষয়িক বয়সের সাথে শারীরিক সুস্থতার মধ্যকার যোগসূত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আপনি যদি বিষণ্ণতায় ভোগেন, প্রায়ই ভুলোমনা হয়ে যান, শারীরিকভাবে দুর্বলবোধ করেন, তার মানে অবশ্যই আপনি মনের বার্ধক্যে ভুগছেন। যার ফলস্বরুপ শারীরিক এবং মানসিক উভয় প্রকার ক্ষতির সম্মুখীন হতে পারেন।

এই ব্যাপারগুলো মাথায় রেখে বিজ্ঞানীরা ফিনিশ জনগোষ্ঠীর ওপর করা এক বিবৃতি প্রকাশ করেন। সদা হাসিখুশি থাকার ব্যাপারে এমনিতেই ফিনল্যান্ডবাসিদের সুনাম দুনিয়াজোরা। গবেষনার মূল উদ্দেশ্য ছিল ২টি-

  • একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থতা এবং কর্মক্ষমতার ক্ষেত্রে আপেক্ষিক বা বৈষয়িক বয়সের প্রভাব।
  • আপেক্ষিক বয়স একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলে কিনা তা বের করা।

পুরো গবেষণাটি মোট ৪টি মূল রিপোর্টে প্রকাশ করা হয়। প্রথম ২টি রিপোর্টের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪৫১ জন অংশগ্রহণ করেন। যাদের বয়স সীমা ৬৫ থেকে ৮৪-এর মধ্যে এবং তাদেরকে ৮ বছরের ব্যবধানে ২বার ইন্টারভিউ নেয়া হয়। ইন্টারভিউ-এর দুই স্তরেই তারা তাদের ধারাবাহিক বয়স অনুযায়ী নিজে কেমন বোধ করছেন সে বিষয়ে প্রশ্ন করা হয়। অর্ধেক মানুষ বলেন যে তারা তাদের বয়সের তুলনায় নিজেদেরকে যথেষ্ট তরুণ বলে মনে করেন এবং বাকি অর্ধেক মনে করছেন যে তারা বয়স অনুযায়ী ঠিক আছেন, অর্থাৎ তারা কোন পার্থক্য আছে বলে মনে করছেন না। শুধু মাত্র ২-৪% মানুষ উত্তর দিয়েছেন যে নিজেদের বয়সের তুলনায় তারা কিছুটা বৃদ্ধ হয়ে যাচ্ছেন বলে তাদের মনে হয়!

ভবিষ্যতকে নিন মনের মুঠোয়

নিজেদেরকে তরুণ বা পজেটিভ ভাবলে শারীরীক, মানসিক, বাহ্যিক দিক থেকে তারুণ হওয়া যায় - shajgoj

গবেষণায় দেখা গেছে যে, এই ৩টি দলের মধ্যে প্রথম দল যারা নিজেদেরকে তরুণ বা পজেটিভ ভাবেন তারা অন্য ২টি দলের তুলনায় শারীরীক, মানসিক, বাহ্যিক সব দিক থেকে দেখতে এবং বাস্তবে যথেষ্ট তারুণ। তাদের বয়স তাদের কাছে বার্ধক্যের বোঝা বলে মনে হয় নি এবং এ বিষয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। ৫টি মানদন্ডের মাধ্যমে সফল বয়স্কালের মান নির্ধারণ করা যায়, কোন অসুস্থতা বা আঘাতজনিত সমস্যায় দৈনন্দিন জীবনের ব্যাঘাত না ঘটা, নিজের শখ পূরণের ক্ষেত্রে কোন স্বাস্থ্য সমস্যা বাধা না হওয়া, নিজের উপর কনফিডেন্ট থাকা, বয়সের তুলনায় নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকা এবং বিষণ্ণ না থাকা- যার প্রতিটিই তাদের মধ্যে ছিল।

বয়সকে হতে দেয়া যাবে না প্রতিবন্ধকতা!

মনে তরুণ হতে বয়সের প্রতিবন্ধকতা দূর করুন - shajgoj

তৃতীয় রিপোর্টের ক্ষেত্রে অংশগ্রহণকারী ছিলেন মোট ৩৯৫ জন পুরুষ এবং ৭৭০ জন মহিলা ছিলেন যাদের বয়স ৬৫ থেকে ৮৪। একইরকম সার্ভে তাদের উপরেও করা হয় ১৩ বছরের ব্যবধানে এবং ফলাফলে দেখা যায় যে, যারা মনের দিক থেকেও বার্ধক্যকে গ্রহণ করে নিয়েছেন, তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। বাহ্যিক বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা সত্ত্বেও এই ঝুঁকি রয়েই যায়।

চতুর্থ রিপোর্টে দেখানো হয় গবেষনার ২য় উদ্দেশ্যটি, যেখানে ২৫ থেকে ৬৪ বছর বয়স্ক ৫৭৮ জন মানুষের উপর সার্ভে করা হয়। তুলনা করার জন্য ফিনল্যান্ড-এর পাশাপাশি উত্তর আমেরিকার মানুষদের উপরেও একই সার্ভে করা হয়, যার ফলাফলে দেখা যায় যে দুই জাতির মধ্যে বয়সে মিল থাকলেও মনের দিক থেকে পার্থক্য থাকার কারণে তার প্রভাব সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়ে এবং এই গবেষণায় আরো দেখা যায় যে গবেষণার ফলাফলগুলি নারী বা পুরুষের উপর নির্ভর করে না বরং তাদের ক্রমবর্ধমান বয়সের উপর নির্ভরশীল।

বয়স বৃদ্ধির সাথে সাথেই আমাদের শরীর কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যায়। মস্তিস্কের ক্ষেত্রেও ঠিক তেমনি, বয়স বৃদ্ধির সাথে সাথে মানসিক দক্ষতা হ্রাসের লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশ পায়।

কোরিয়ার আরেক গবেষণায় বলছে, নিজেকে যত বুড়ো ভাববেন আপনার মস্তিষ্ক ততো দ্রুত ক্ষয়ে যাবে, আর যতো তরুণ ভাববেন, মস্তিস্কও ততো তরতজা থাকবে… অর্থাৎ আপনার মনের বয়স ঠিক করছে মস্তিস্ক, শরীর নয়। গবেষকরা এমনও ধারণা করেন যে চিকিৎসকদের উচিত তাদের রোগীদেরকে নিজেদের আপেক্ষিক বয়স সম্পর্কে জিজ্ঞেস করা, যাতে করে পরবর্তীতে কোন রোগীগুলো বেশী সাস্থ্যঝুঁকিতে রয়েছেন তা নির্ণয় করা যায় ও প্রথম থেকেই সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয়।

কর্মক্ষেত্রে চাই তারুণ্যের উচ্ছাস

কর্মক্ষেত্রে বয়স্ক হলেও মনেতে তারুণ্যের উচ্ছাস ধরে রাখুন - shajgoj

ব্রিটিশ সাইকোলজিকাল সোসাইটির রিসার্চ ডাইজেস্ট এ দেখা গেছে যে, সেসব কোম্পানিই বেশী সফল যাদের কর্মীরা নিজেদের কে তাদের আপেক্ষিক বয়সের তুলনায় তরুণ মনে করেন।

এই ধরনের মানুষেরা নিজেদের সামাজিক, সাংসারিক, কর্মজীবন সবক্ষেত্রেই সফলভাবে টিকে থাকেন। তাই বয়স যাই হোক না কেন, বার্ধক্যের সীমাবদ্ধতাগুলো মনের ভেতর থেকে আসছে কিনা, মানসিকভাবে আপনি তরুণ না বৃদ্ধ সেই প্রশ্ন মন কে করা এখন সময়ের দাবি।

ছবি- ইমেজেসবাজার.কম, জাপানইনফো.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles