কাপড় ধোয়ার পর বেশ রাফ মনে হয়! কাপড়ের তন্তুকে মোলায়েম রাখতে ফেব্রিক সফটনারের ব্যবহার এখন বেশ চোখে পড়ার মতো। ঘরে থাকা এই সফটনার যদি শেষ হয়ে যায় তবে কি রাফ কাপড়ই গায়ে জড়াবেন! তার চেয়ে বরং নিজেই শিখে নিন ঘরে থাকা উপকরণ দিয়ে ফেব্রিক সফটনার তৈরি কৌশল।
ভিডিও টিউটোরিয়াল - সাজগোজ ডট কম