Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ঘরে বসে ড্রাই শ্যাম্পু তৈরির কৌশল

$
0
0

চুলে জমে থাকা ধুলো, ময়লা, তেলতেলে ভাব ইত্যাদি দূর করতে আমরা যে জিনিসটার আশ্রয় নিই, তা হলো শ্যাম্পু। আমাদের এই ব্যস্ত লাইফে ধুলো, ময়লা, তেলতেলে ভাব চুলে প্রতিদিনই এসে বাসা বাধতে থাকে। আর অনেকেই আছেন, যাদের স্কাল্প প্রচুর অয়েলি। শ্যাম্পু করার পরদিনই চুলের গোড়া তেল চিটচিটে হয়ে যায়। তাই বলে তো আর প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব না। প্রতিদিন শ্যাম্পু করা যেমন চুলের জন্যে ক্ষতিকর, তেমনি অনেকেরই সময়ও হয় না প্রতিদিন শ্যাম্পু করার। তখন  ভরসা কি? ড্রাই শ্যাম্পু। 

ড্রাই শ্যাম্পু খুব সহজেই চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যায়, আর সময় খুবই কম লাগে। কিন্তু বাজারের ড্রাই শ্যাম্পুগুলোতে রয়েছে কেমিক্যাল, তেমনি এগুলোর দাম ও অনেকের সাধ্যের বাইরে। তাই আজ জানাবো, কিভাবে বাসায় বসেই খুব সহজে ড্রাই শ্যাম্পু বানাতে পারবেন।

আজকে আমি ২ টি পদ্ধতি শেখাবো। একটি হলো স্প্রে ফর্ম ড্রাই শ্যাম্পু এবং অন্যটি পাউডার ফর্ম ড্রাই শ্যাম্পু।

প্রথমে দেখে নিই স্প্রে ফর্ম ড্রাই শ্যাম্পু তৈরি করতে যা যা লাগবে -

  • কর্ণ স্টার্চ
  • কোকো পাউডার
  • গরম পানি
  • লেবুর রস
  • ছোট স্প্রে বোতল

যেভাবে তৈরী করবেন –  

- একটি বাটিতে পরিমানমতো গরম পানি নিন। এর মধ্যে ১ টেবিল চামচ কর্ণ স্টার্চ, ১ চা চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।

- একটি চামচের সাহায্যে মিশ্রনটি ভালোভাবে মিশিয়ে নিন, যেন কোনো আস্ত দলা না থাকে। ব্যস, আপনার স্প্রে ফর্মের ড্রাই শ্যাম্পু রেডি।

17692330_1935416133360797_2104646004_o

17758966_1935416126694131_1004387116_o

ব্যবহারবিধি

যখন চুলের গোড়া তেল চিটচিটে মনে হবে তখন চুল সুন্দরভাবে আঁচড়ে নিয়ে সিঁথি কেটে কেটে স্কাল্পে ড্রাই শ্যাম্পু স্প্রে করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্যে। ব্যস, দেখতে পাবেন চুলের অয়েলি ভাব গায়েব হয়ে চুল কতো ঝরঝরে হয়ে গেছে।

17670691_1935416096694134_70621109_o

 এবার আসা যাক, পাউডার ফর্ম ড্রাই শ্যাম্পু তৈরিতে কী কী লাগবে -

  •  কর্ণ স্টার্চ
  •  দারুচিনি গুঁড়ো
  • ছোট কৌটা 

যেভাবে তৈরি করবেন -

- একটি পরিষ্কার পাত্রে ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো এবং ১ টেবিল চামচ কর্ণ স্টার্চ নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিন। এই মিশ্রণটি যে কোনো ছোট কৌটায় সংরক্ষণ করুন।

17670733_1935415780027499_1015440246_o

17571004_1935415783360832_1195387985_o

ব্যবহারবিধি

চুলের গোড়া অয়েলি হয়ে গেলে একটি বড় ফ্লাফি মেকাপ ব্রাশ নিন। এই ব্রাশটি ড্রাই শ্যাম্পুর মধ্যে ডিপ করে নিন এবং এক্সেস শ্যাম্পুটুকু ঝেড়ে নিন। চুল সিঁথি করে ব্রাশের সাহায্যে ড্রাই শ্যাম্পু চুলের স্কাল্পে লাগান। এরপর চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে নিন। ব্যস, হয়ে গেল।

17692440_1935415796694164_1072205141_o

 কিছু কথা

১. কখনো ভেজা চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে চুলের গোড়া কাদা কাদা হয়ে যাবে। ড্রাই শ্যাম্পু কোনো কাজে দিবে না। শুকনো চুলেই এটি ব্যবহার করার নিয়ম।

২. শুধুমাত্র চুলের গোড়া অয়েলি লাগলে তবেই ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন।

৩. যাদের স্কাল্প ড্রাই, তারা ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে স্কাল্প আরো ড্রাই হয়ে যেতে পারে। তাই ঘন ঘন ব্যবহার না করাই ভালো।

৪. উপরের উপকরনগুলো যেকোনো সুপার শপ অথবা গ্রেসারি শপে পেয়ে যাবেন।

ছবি এবং লিখেছেন – জান্নাতুল মৌ 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles