ত্বকের সৌন্দর্য অনেকটাই মলিন হয়ে যায় মৃত কোষের জন্য। নিয়মিত এক্সফলিয়েট না করার ফলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। এই মৃত কোষ দূর করতে ওট্মিলের ব্যবহার সম্পর্কে অনেকেই অবগত নন। আজকের ভিডিও টিউটরিয়ালে দেখবেন ওট্মিল, বেসন, গুঁড়া দুধ এবং হলুদ গুঁড়ার মিশ্রণে কীভাবে একটি প্যাক তৈরি করা যায়। এই প্যাকটি ব্যবহারে ত্বকের ডেড সেল দূর তো হবেই সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়বে কয়েকগুণ।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম