আজকাল হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন না এমন নারী খুঁজে পাওয়া ভার। তবে এটি কেনার সময় অনেকেই বিপাকে পড়ে যান। কোন ধরণের হেয়ার স্ট্রেইটনার আপনার চুলের জন্য উপযোগী তা না জেনেই যে কোন একটা হেয়ার স্ট্রেইটনার কিনে ব্যবহার করা শুরু করে দেন। ফলে চুলের ক্ষতি করে বসেন। চুলের জন্য সঠিক হেয়ার স্ট্রেইটনার কেনার আগে কিছু বিষয় সম্পর্কে আগে থেকে জেনে নেয়া প্রয়োজন। আজ আমি সেগুলো সম্পর্কেই আপনাদের জানাবো।
হেয়ার স্ট্রেইটনারের ধরণ
হেয়ার স্ট্রেইটনার কেনার সময় অবশ্যই সবার আগে স্ট্রেইটনার প্লেটের ধরণ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। বাজারে বিভিন্ন ধরণের হেয়ার স্ট্রেইটনার পাওয়া যায়। আপনার চুলের ধরণ অনুযায়ী সঠিক প্লেটযুক্ত হেয়ার স্ট্রেইটনার বেছে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনাদের সুবিধার্থে কয়েক ধরণের স্ট্রেইটনার প্লেট সম্পর্কে দেয়া হল-
(১) সিরামিক প্লেট
এটি বিশ্ব জুড়ে ঘরে কিংবা বিউটি পার্লারে সবচেয়ে জনপ্রিয়। সিরামিক প্লেটে তাপ পুরো প্লেটে সমানভাবে ছড়িয়ে যায়। ফলে চুল পুড়ে যাওয়ার ভয় থাকে না। যাদের চুল পাতলা ও হালকা কোঁকড়া তাদের জন্য এই ধরণের স্ট্রেইটনার সবচেয়ে উপযোগী। তবে কেনার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। সিরামিক প্লেটেড স্ট্রেইটনারের আর সিরামিক কোটেড স্ট্রেইটনার কিন্তু এক নয়। সিরামিক কোটেড স্ট্রেইটনারে উপরে সিরামিকের পরত থাকলেও ভেতরে এলুমিনিয়াম দেয়া থাকে। কিছুদিন ব্যবহারের পর এলুমিনিয়ামের পরত উঠে যায়। তাই সবসময় ১০০% ফুল সিরামিক প্লেটের স্ট্রেইটনার কেনার চেষ্টা করবেন।
(২) টরমালিন সিরামিক প্লেট
এটি মূলত সিরামিক প্লেটের আরো উন্নত ধরণ। সিরামিক প্লেটের উপর টরমালিন নামক এক ধরণের খনিজ পদার্থের পরত দিয়ে তৈরি করা হয়। ফলে এই স্ট্রেইটনার ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা হারিয়ে যায় না। এটি কম তাপমাত্রায় খুব সহজেই চুল সোজা করতে সাহায্য করে। তাই যারা চুল পড়া বা ভেঙ্গে যাওয়ার ভয়ে স্ট্রেইটনার ব্যবহার করতে চান না তারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।
(৩) টাইটানিয়াম প্লেট
লৌহজাত পদার্থের হওয়ায় এটি সবচেয়ে দ্রুততম সময়ে তাপ সরবরাহ করতে পারে এবং চুল সোজা করতেও অনেক কম সময় নেয়। তাই পাতলা ও রঙ করা চুলের ক্ষেত্রে এ ধরণের স্ট্রেইটনার একদমই উপযোগী নয়। তবে যাদের চুল ঘন ও বেশি কোঁকড়া তাদের জন্য এটি ব্যবহার করতে পারেন।
(৪) এলুমিনিয়াম প্লেট
স্ট্রেইটনার প্লেটের মধ্য এটি সবচেয়ে নিম্নমানের। যদিও বাজারে কম মূল্যে এলুমিনিয়াম প্লেটযুক্ত অনেক হেয়ার স্ট্রেইটনার পাওয়া যায়। তবে এগুলো ব্যবহার করলে হয়ত চুল সোজা করা যাবে কিন্তু চুল অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবে। নিয়মিত ব্যবহারে চুল ভাঙ্গা, চুল পড়া ও চুলের আগা ফাটার মতো অনেক সমস্যা দেখা দিতে পারে।
স্ট্রেইটনার প্লেট সাইজ
চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য বুঝে সঠিক প্লেট সাইজের হেয়ার স্ট্রেইটনার নির্বাচন করতে হবে। সাধারণত যাদের চুল বেশি লম্বা তাদের জন্য চওড়া প্লেটের হেয়ার স্ট্রেইটনার দিয়ে কম সময়ে সহজেই চুল সোজা করা যায়। আবার যাদের চুল তুলনামূলক ছোট তাদের জন্য চিকন প্লেটের হেয়ার স্ট্রেইটনার বেশি উপযোগী।
সঠিক তাপমাত্রা
অনেকে মনে করেন বেশি তাপমাত্রায় দিলেই বুঝি চুল বেশি সোজা হবে। কিন্তু এটা একদমই ভুল ধারণা। প্রয়োজনের অতিরিক্ত তাপমাত্রায় চুল সোজা করা চুলের জন্য মারাত্বক ক্ষতিকর। চুলের ধরণ অনুযায়ী সঠিক তাপমাত্রাতেই চুল সোজা করা উচিত। সাধারণত পাতলা চুলের ক্ষেত্রে ১২০-১৪০, মাঝারি চুলের ক্ষেত্রে ১৬০-১৮০, এবং ঘন ও খুব বেশি কোঁকড়া চুলের ক্ষেত্রে ১৮০- ২২০ তাপমাত্রা উপযোগী বলে ধরা হয়ে থাকে।
আশা করি এখন আর হেয়ার স্ট্রেইটনার কেনার সময় কোন সমস্যায় পড়তে হবে না। তবে হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের আগে চুলে হিট প্রটেক্টিং স্প্রে লাগাতে ভুলবেন না যেন।
ছবি – হেয়ারস্ট্রেইটনারস্টুডিও ডট কম, উইকিহাও ডট কম
লিখেছেন – মুশরাত জাহান দোলা