Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান’র ৫টি ক্লে মাস্ক

$
0
0

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা  ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জন্য পারফেক্ট এবং সেরা পণ্যটি খুঁজে পাওয়া বেশ কঠিন। সেই ঝামেলা কমাতেই আজকের এই লেখনি।

ত্বকের ধরণভেদে আজকের লেখায় স্কিন কেয়ারের দুনিয়ায় জনপ্রিয় ব্র্যান্ড ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের ৫টি মাস্ক সম্পর্কে সংক্ষিপ্ত বলব। ত্বকের ধরণ ভেদে নিজেই মাস্ক নির্বাচন করুন।

 

(১) মিন্ট এন লেমন ক্লে মাস্ক( Mint N Lemon Clay Mask)

ত্বকের তেল চিটচিটে ভাব কার ভালো লাগে! একটু রোদে গেলেই চেহারায় ক্লান্তি ভর করে। কালচে দেখায়। এ ধরনের তৈলাক্ত ত্বকে ময়লা, ধুলোবালি সহজে আটকে থাকার কারণে পোরগুলো বন্ধ হয়ে ব্রণের সৃষ্টি করে। অয়েলি ত্বকের জন্য হাতের কাছে রাখুন ফ্রিম্যান’র মিন্ট এন লেমন ক্লে মাস্কটি। এতে থাকা পুদিনা পাতা এবং লেবুর নির্যাস ত্বকের ময়লা পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনার সাথে সাথে পোর মিনিমাইজ করে এবং ত্বকে প্রশান্তি এনে দেয়। ১৭৫ এমএল এর ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্ক টিউবটির দাম পড়বে ৮৫০টাকা । অনলানে অর্ডার করুন এখানে

mint-n-lemon-clay-mask

 

(২) চকলেট  অ্যান্ড স্ট্রবেরি ক্লে মাস্ক (Chocolate and Strawberry Clay Mask)

অসাধারণ এই মাস্কটি কেবল ত্বকের ময়লা পরিষ্কারেই সীমাবদ্ধ নয়। এতে থাকা উপকারি তেল সমৃদ্ধ ক্লে ত্বককে ময়েশ্চার জুগিয়ে প্রাণ ফিরিয়ে আনে। কাজেই বুঝতে পারছে ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্কটি সাধারণ ত্বক থেকে শুষ্ক ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন। চকলেট, স্ট্রবেরি, শিয়া বাটার এবং কোকো বাটার রুক্ষ স্কিনকে করে মোলায়েম এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। ১৭৫ এমএল এর ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্ক টিউবটির দাম পড়বে ৮৫০টাকা । অনলানে অর্ডার করুন এখানে

chocolate-and-strawberry-clay-mask

 

(৩) এশাই পিউরিফাইং ক্লে মাস্ক (Acai Puifying Clay Mask)

Dull স্কিনের জন্য ‘কুইক’কোন সমাধান খুঁজছেন? Acai, Blueberry, Cranberry, Goji, Mango, Mangosteen, Noni, and Pomegranate এই ৮টি অ্যান্টি অক্সিডেন্ট উপাদানে তৈরি এই মাস্কটি কয়েক সপ্তাহের ব্যবহারেই ত্বকের ডালনেস কমিয়ে দেয় অনেকাংশে। পরিষ্কার মুখে ক্লে মাস্কটি লাগিয়ে শুকিয়ে নিতে হবে। সবশেষে হালকা গরম পানি বা নরমাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। ১৭৫ এমএল এর ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্ক টিউবটির দাম পড়বে ৮৫০টাকা । অনলানে অর্ডার করুন এখানে। এক্সট্রা ডাল স্কিনের জন্য স্পেশালি তৈরি করা এই মাস্কটি সব ধরনের ত্বকের জন্যেও মানানসই।

acai

(৪) হাইড্রেশন  বেরি ক্লে মাস্ক   (Hydration Goji berry Clay Mask)

প্রাকৃতিক উপদানের নির্যাসে তৈরি এই ফেস মাস্কটি ত্বকের নিজস্ব অয়েল ধরে রাখতে সাহায্য করে। এতে থাকা Goji Berry  ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। পুরোপুরি প্রাকৃতিক উপাদানে তৈরি এই মাস্কটি পুরো মুখে লাগিয়ে একই কায়দায় শুকুয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৭৫ এমএল এর ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্ক টিউবটির দাম পড়বে ৮৫০টাকা । অনলানে অর্ডার করুন এখানে

 goji-berry

 (৫)  অ্যাভোকাডো এবং ওটমিল ক্লে মাস্ক (Avocado and Oatmeal Clay Mask)

ত্বকের জন্য ক্ষতিকর প্যারাবেন মুক্ত ফ্রি ম্যানের ক্লে মাস্ক র‍েঞ্জের এই  মাস্কটি ত্বকের গভীর থেকে ময়লা বের করে আনতে সাহায্য করে। এতে থাকা সৌন্দর্য গুণে  ভরপুর অ্যাভোকাডো এবং ওটমিলের  মেলবন্ধন এর কার্যকারিতা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। ১৭৫ এমএল এর ফ্রিম্যান’র ক্লে মাস্ক র‍েঞ্জের এই মাস্ক টিউবটির দাম পড়বে ৮৫০টাকা । অনলানে অর্ডার করুন এখানে

avocado-and-oatmeal-clay-mask

 

 লিখেছেন – মরিয়ম আকতার


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles