Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব!

$
0
0

অতিথি আপ্যায়নে খাবার টেবিলে রাখতে পারেন কম মশলার স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব ডিশটি। দেখে নিন, স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব রান্নার প্রণালী।

উপকরণ

  • খাসি / ভেড়ার সিনার হাড্ডি সহ মাংস দেড় কেজি পরিমান (আস্ত মাংস , চর্বি কেটে নেয়া শুধুমাত্র হাড্ডিসহ সলিড মাংস )
  • টক দই হাফ কাপ 
  • পাপরিকা পাউডার ২ চা চামচ ( লাল মরিচ গুরা দিয়েও করা যাবে )
  • আদা বাটা ২ চা চামচ
  • রশুন ছেঁচা ২ চা চামচ
  • গরম মশলা গুঁড়া ১ চা চামচ
  • পেয়াজ বেরেস্তা হাফ কাপ 
  • টক দই হাফ কাপ 
  • কাঁচা পেঁপে বাটা ২ টেবল চামচ 
  • লবন স্বাদমতো

প্রণালী 

- প্রথমে সিনার হাড্ডিসহ মাংসের পিসটিকে ছুরি দিয়ে কেঁচে নিন , কাঁটাচামচ দিয়েও করতে পারেন । কেঁচে নিলে মাংষ মেরিনেট করার সময় মাংসে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় ।

- এবার টক দইয়ের সাথে উপরের সব উপকরণ মাখিয়ে পেস্ট বানিয়ে নিন ।

- এবার কেঁচে রাখা মাংসতে এই পেস্টটা মাখিয়ে মেরিনেট করে রাখুন কমপক্ষে ১ ঘণ্টা ( ফ্রেশ মাংস হলে এক ঘণ্টাতেই হয়ে যাবে) , ইচ্ছা করলে আগের দিন রাতেও  মেরিনেট করে রাখতে পারেন।

- একটা বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিন। এতে মাংসের মেরিনেট করে রাখা পিসটি দিয়ে উপরে অল্প কিছু গোলমরিচ ফাকি, ড্রাই রোজমেরি ( না দিলেও করতে পারেন ) ছিটিয়ে দিন।

- বেকিং ট্রের উপরে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে দিন যেন কোনভাবেই ভেতরের থেকে ভাপ না বের হতে পারে। এখন এটি ১৭০ ডিগ্রীতে  প্রি-হিট করা ওভেনে রান্না করুন কমপক্ষে ২ ঘণ্টা।

- ২ ঘণ্টা পর ফয়েল পেপার খুলে দেখবেন মাংস হাড় থেকে খুলে খুলে আসছে। স্রেডেড মাংস গরম গরম স্পাইসি স্মাস পটেটো আর ফ্রেশ সালাদের সাথে পরিবেশন করুন।

ছবি ও  রেসিপিরোমান্টিক কিচেন স্টোরিজ 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles