বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রুপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রতিদিনকার ব্যহারের জন্য ভারি কোন মেকাপ পছন্দ করেন না তাই সাধারণত বিবি ক্রিম বেছে নেন। এটি খুবই হালকা এবং প্রতিদিন ব্যবহারের জন্য ভীষন ভালো। এই ক্রিম প্রতিদিনের ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার এতসব জিনিস মাখার ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিবে। শুধুমাত্র বিবি ক্রিম ব্যবহার করেই আপনি বেরিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে।এটি একই সাথে স্কিন ময়েশ্চারাইজ করে, সান প্রটেকশন দেয়, আনইভেন স্কিনে ইভেন টোন দেয় এবং স্কিন ইন্সট্যান্টলি ব্রাইট করে। এতে এসপিএফ থাকে ফলে সান প্রটেকশন ও দেয়। তাই ঝটপট লাইফে চটপট নো মেকাপ লুক কিন্তু উজ্জ্বল আভা ছড়ানো লুক পেতে বিবি ক্রিমের জুড়ি নেই।
এই বিবি ক্রিম যেমন শুধুই ক্রিমের মতন ব্যবহার করা যায় তেমন আবার ফাউন্ডেশন এর নিচে প্রাইমার হিসেবেও ইউজ করা যায়। বাজারে নানা ধরনের ভিন্ন ভিন্ন নামের ও দামের বিবি ক্রিম পাওয়া যায়। তবে বিবি ক্রিম সাধারনত অল্প কয়েকটি শেড এর হয়ে থাকে। তাই অনেকেরই গায়ের রঙের সাথে ম্যাচ করে না। মুখে দিলে কেকি একটা ভাব ফুটে ওঠে। এছাড়া ভালো ব্রান্ড এর বিবি ক্রিমের দাম ও সাধারণত একটু বেশি হয়ে থাকে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে আপনি নিজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন আপনার মন মতো পারফেক্ট বিবি ক্রিম! যা আপনাকে দিবে পারফেক্ট উজ্জ্বলতা। ঘরে বসে বিবি ক্রিম বানানো বেশ সহজ। আসুন দেখি কীভাবে বানাবেন আপনার পছন্দমত বিবি ক্রিম।
বিবি ক্রিম বানানোর প্রক্রিয়া-
- প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে।
- এরপর এতে মেশান এক চা চামচ নিভিয়া সফট ময়েশ্চারাইজার। যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যাবহার করতে পারেন।
- এবার আধা চা চামচ আপনার পছন্দমত যে কোন ফাউন্ডেশন এতে মেশান। আপনার রেগুলার ফাউন্ডেশন ও মেশাতে পারেন। তবে চেষ্টা করবেন আপনার গায়ের রঙ থেকে দুই তিন শেড গাড় রঙের শেড মেশাতে। কারন ময়েশ্চারাইজার মেশানোর পর ফাউন্ডেশন বেশ হালকা হয়ে যায়। যদি আপনি বেশি কভারেজ চান তাহলে আরেকটু বেশি ফাউন্ডেশন মেশাতে পারেন।
- এবার এতে মেশান এক চা চামচ সানস্ক্রিন ক্রিম অথবা লোশন। এই তিনটি উপাদানই বিবি ক্রিম বানানোর বেসিক উপাদান।
- এছাড়াও আপনি চাইলে এতে ফেস প্রাইমার, এসেনশিয়াল অয়েল ও মেশাতে পারেন।
- আপনি যদি গ্লোইং এফেক্ট চান তাহলে এতে সামান্য একটু হাইলাইটার মেশাতে পারেন। তবে অয়েলি স্কিনের অধিকারীরা এই স্টেপটি না করলেই ভালো। যদি আপনি ম্যাটিফাইং লুক চান তাহলে এতে কম্প্যাক্ট পাউডার মেশাতে হবে আধা চা চামচ।
- এবার এই মিক্সারটাকে ভালো করে মেশাতে হবে যেন মসৃণভাবে মিশে যায়। যদি ক্রিমটা আপনার মুখের রঙের থেকে বেশি হালকা হয়ে যায় তাহলে এতে আরেকটু ফাউন্ডেশন মেশাতে হবে আর যদি বেশি গাড় হয়ে যায় তবে আরেকটু ময়েশ্চারাইজার মেশাতে হবে।
- এবার একটি ছোট কন্টেইনার নিয়ে ক্রিমটুকু তাতে ঢেলে নিন। ব্যস তৈরী হয়ে গেল আপনার নিজের পছন্দমত আপনার নিজের বানানো পারফেক্ট বিবি ক্রিম।
বাইরে যাবার আগে মুখ ধুয়ে একটু ক্রিম হাতে নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিন। ব্যস নিমিশেই আপনি তৈরী বাইরে যাবার জন্যে। বিবি ক্রিম আপনাকে প্রতিদিন একগাদা মেকাপ ইউজ করার ঝামেলা থেকে বাচাবে এবং একি সাথে আপনাকে দিবে পারফেক্ট ন্যাচারাল লুক কোন কেকি ভাব ছাড়াই।
ছবি – গ্রুপঅন ডট কম
লিখেছেন – সুমনা ফাল্গুনী