Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

মজাদার কালারফুল ট্রুটি ফ্রুটি

$
0
0

ডেজার্ট সাজাতে বা সোনামনিদের খাবারকে একটু রঙ্গিন করে তোলার জন্য ট্রুটি-ফ্রুটির জুড়ি নেই। দোকান থেকে না কিনে তাজা ফল দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার ট্রুটি ফ্রুটি।

উপকরণ

  • কাচা পেপে – ১ কেজি
  • চিনি – ১/২ কাপ
  • ফুড কালার – কয়েক ফোটা

প্রণালী

- কাঁচা টাটকা পেপে কিউব করে কেটে নিন।
- ফুটন্ত পানিতে ৩ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন।
- এবার আলাদাভাবে যে কয় কালার এ টুটি ফ্রুটি বানাবেন যেভাবে আলাদা করে নিন।
- চিনি, ফুড কালার, ৪ চা চামচ পানি দিয়ে আবারো একটু জ্বাল করে নিন অল্প আছে।
- পানি শুকিয়ে গেলে ছড়ানো প্লেটে রেখে বাতাসে শুকিয়ে নিন।
- ঝরঝরে হয়ে এলে ফ্রিজে রাখুন।

শুভ কামনা সকলের জন্য

ছবি ও রেসিপি –  খুরশীদা রনী


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles