দেশের বাইরে তো চাইলে চলে যাওয়া সম্ভব না, এর জন্য নানা প্রস্তুতিও থাকা চাই। ভাবছেন একবার দেশের বাইরে থেকে রুটিন চেকাপ করিয়ে আসবেন তার সাথে একটু সময় যোগ করে দেশটাও ঘুরে দেখে আসলে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়ে যায়। এতে করে যেমনি খরচ কমানো সম্ভব ঠিক তেমনি একই খরচে স্বাস্থ্য ও মনের তৃপ্তি দুটোই মিলে। তাই তো ট্যুরিজম জগতে নতুন করে যোগ হয়েছে “মেডিকেল ট্যুরিজম” শব্দটি।
উন্নত চিকিৎসা সেবার জন্য আজকাল হরহামেশাই বহু লোক বিদেশে পা রাখছে। এতে করে চিকিৎসা সেবার পাশাপাশি ট্যুরিজমকে নিয়েও ভাবতে হচ্ছে উন্নত দেশগুলোকে। কিন্তু বিদেশের কোন হাসপাতাল ভালো হবে, কোন ডাক্তার ভালো হবে এইসব আগে থেকে জানা থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় বাইরের দেশের এই হাসপাতাল, ডাক্তার সম্পর্কে খোঁজখবর নেয়াটাও ঝামেলার মনে হয়। আর এখানেই মেডিক্যাল ট্যুরিজম সেবার সার্থকতা। আপনার হয়ে মেডিকেল ট্যুরিজমের এই ঝামেলার কাজটির বিশ্বমানের সমাধান করে দিচ্ছে মেডিসেটার।
বেশ কয়েক বছর ধরে সফলতার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করলেও বাংলাদেশে এবারই প্রথম মেডিকেল ট্যুরিজমের সেবা নিয়ে এলো মেডিসেটার। এর মাধ্যমে আপনি বাইরের দেশের চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত তথ্য বিনামূল্যে পেয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হল বিশ্বের সকল উন্নত চিকিৎসা ব্যবস্থাকে সেবা গ্রহণকারীর হাতের মুঠোয় এনে দেয়া। চাইলেই একজন জানতে পারবে তার চাহিদা মোতাবেক কোন দেশের চিকিৎসা ব্যবস্থা উত্তম হবে?
এই প্রতিষ্ঠানটি মূলত আপনার চিকিৎসা সেবা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি যেমন ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কোথায় থাকবেন, কোন স্পেশালিস্টের কাছে চিকিৎসা নিলে ভাল হবে আর খরচটাই বা কেমন পড়বে; এ সংক্রান্ত সকল তথ্য প্রদানের পর আপনার সিদ্ধান্ত অনুযায়ী বুকিংয়ের কাজটিও করে দিবে।আর এই পুরো সেবাটি মেডিসেটার থেকে পাওয়া যাবে একদম বিনামূল্যে।