রাতে কোন পার্টি বা বিয়ের অনুষ্ঠানের জন্য এই মেকাপ লুকটি দারুণ। যেকোনো গায়ের রঙয়ের সাথে মানিয়ে যাবে এই মেকাপ লুক। এই দারুণ মেকাপ লুকটি দেখিয়েছেন মেকাপ আর্টিস্ট আশফি অনাদি। তাহলে দেখে নেয়া যাক বেরি আই মেকাপ লুক।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি ও টিউটোরিয়াল - আশফি অনাদি