সবচেয়ে সহজ উপায়ে ব্রাইট, দাগহীন ত্বকের জন্য পারফেক্ট আজকের ফেস প্যাকটি। আজকের টিউটোরিয়ালে মেকাপ আর্টিস্ট লিন্ডা দেখাবেন কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে উজ্জ্বল ত্বকের জন্য ফেস প্যাক তৈরি করা যায়। এই প্যাকে থাকা উপাদানগুলোর সবগুলোই ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। অ্যালোভেরাতে থাকা উপাদান যেমনি ত্বককে ভেতর থেকে ব্রাইট করে তুলে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে ঠিক তেমনি চন্দনের গুঁড়া রোদে পোড়া দাগ কমিয়ে আনতে সাহায্য করে। সব ধরনের ত্বকেই এই ফেস প্যাকটি ব্যবহার করা যাবে। এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করা উচিত।
ছবি এবং টিউটোরিয়াল – মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডা