দিনের বেলার মেকাপটা হওয়া চাই যেন স্নিগ্ধ। বেজ মেকাপ থেকে শুরু করে ব্লাশন, আইশ্যাডো লিপস্টিকের রঙ নির্বাচনেও খেয়াল রাখাটা খুব জরুরি। কেননা রাতের মেকাপ একটু ভারি ভালো লাগলেও দিনের বেলার জন্য ঠিক তার উল্টোটাই সামঞ্জস্যপূর্ণ। দিনের বেলার জন্য কীভাবে অল্প কিছু সামগ্রী ব্যবহার করে স্নিগ্ধ মেকাপ লুক নিয়ে আস্তে পারবেন তাই দেখানোর চেষ্টা করেছেন মেকাপ আর্টিস্ট আশফি অনাদি।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি ও টিউটোরিয়াল - আশফি অনাদি