আমাদের সবার স্কিন কালার এক নয়। যখন আমরা আমাদের জন্য মেকাপ নির্বাচন করি, তখন স্কিন কালারের কথা মাথায় রাখতে হয়। কারণ সব ধরনের মেকাপ সবার স্কিন কালারে মানিয়ে যায় না। তাই আপনার নিজের জন্য পারফেক্ট মেকাপ নির্বাচন করে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে আপনাকেই। আমাদের এশিয়ানদের মধ্যে চাপা গায়ের রংয়ের অধিকারী অনেকেই।চাপা গায়ের রংয়ের অধিকারীদেরকে ফাউন্ডেশন কেনার সময় খুব সাবধানে, দেখে শুনে, বুঝে কেনা উচিত। তাই আজ চাপা গায়ের রংয়ের অধিকারীদের জন্য রয়েছে কিছু মেকাপ টিপস।
- লিকুইড ফাউন্ডেশন তাদের জন্য ভালো কাজে দিবে। থিক/ স্টিক ফাউন্ডেশন স্কিনে ন্যাচারাল লাগবে না। ফাউন্ডেশন কেনার সময় শেড মিলিয়ে কিনতে হবে। ফাউন্ডেশনের শেড যাতে তাদের স্কিনের সাথে পারফেক্ট ম্যাচ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ চাপা ধরনের স্কিনে ভুল শেডের ফাউন্ডেশন খুব বাজেভাবে ফুটে উঠবে।
- ফাউন্ডেশন ব্যবহার করার সময় খুব অল্প অল্প করে ব্যবহার করতে হবে। আস্তে আস্তে কভারেজ বিল্ড করতে হবে। একগাদা ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। এতে স্কিনে ফাউন্ডেশন ভেসে থাকতে পারে।যা খুবই বাজে লাগে দেখতে। ফাউন্ডেশন ব্লেন্ড-এর জন্য বিউটি স্পঞ্জের ব্যবহার ভালো কাজে দিবে।
- স্কিনে ডার্ক সার্কেল, স্পট থাকলে ব্যবহার করুন অরেঞ্জ কারেক্টর। ডার্ক স্কিনে অরেঞ্জ কালার অনেক ভালো কাজে দেয়। অরেঞ্জ কারেক্টর লাগিয়ে এর উপর আপনার কনসিলার লাগিয়ে নিন। এতে দাগ পুরোপুরিভাবে ঢেকে যাবে।
- স্কিন শেডের থেকে ২-৩ শেড লাইট কালারের কনসিলার ব্যবহার করুন। কনসিলারের সাহায্যে ফেস হাইলাইট করে নিতে হবে। তাহলে ফেসে একটি ফ্রেশ লুক আসবে। এজন্য কনসিলারটি চোখের নিচে, নাকের ব্রিজে, কপালে, থুতনিতে ব্যবহার করে ব্লেন্ড করে নিবেন।
- ব্লাশের ব্যবহারের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখতে হবে।
- কোরাল, রোজি, ডিপ অরেঞ্জ কালারগুলো ব্লাশ হিসেবে ডার্ক স্কিনে ভালো মানিয়ে যায়। এ কালারগুলো দিনের বেলার জন্য পারফেক্ট। রাতের বেলার জন্য বেছে নিন প্লাম, ব্রোঞ্জ, ওয়াইন কালারগুলো।
- লাইট পিংক, পীচ, ব্রাউন কালারগুলো ব্যবহার না করাই ভালো।
- পাউডার ব্লাশ না ব্যবহার করতে চাইলে ব্যবহার করুন ক্রিম ব্লাশ।
- কন্টুরিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখুন কন্টুরিং কালার যাতে ফেসে অতিরিক্ত ডিপ না লাগে। অতিরিক্ত ডিপ কন্টুরিং দেখতে বাজে লাগে এবং ন্যাচারাল লাগে না।
- শিমারি হাইলাইটার ব্যবহারের ক্ষেত্রে বেছে নিন ওয়ার্ম কালারগুলো। রোজ গোল্ড, হালকা ব্রোঞ্জি কালারগুলো ব্যবহার করুন। লাইট কালারের হাইলাইটার ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ এই লাইট কালার ব্যবহারে আপনার স্কিন গ্রে দেখতে লাগবে।
- আইব্রো আর্ট করার জন্য ব্লাক কালার ব্যবহার করা থেকে বিরত থাকুন। ডার্ক ব্রাউন, কফি ইত্যাদি কালার আপনার স্কিনে মানানসই হবে। তাই চেষ্টা করুন আইব্রোতে এই ধরনের কালার ব্যবহার করতে।
- আইশ্যাডো-এর জন্য বেছে নিন, ব্রোঞ্জ, ব্রাউন, বারগেন্ডি শেডগুলো। এছাড়া ব্লাক কালার ভালো মানাবে। স্মোকি আই মেকাপও বেশ ভালো লাগবে।
- লিপস্টিক নির্বাচনে সাবধানী হোন। বুঝতে চেষ্টা করুন, কোন কালারগুলো আপনাকে মানাবে। একটু ডার্ক ধরনের লিপস্টিকগুলো আপনার স্কিনে ভালো মানাবে। তাই রেড, বেরী, প্লাম, ওয়াইন শেডগুলো বেছে নিতে পারেন রাতের জন্য। দিনের বেলায় ডীপ কোরাল,রোজি, ব্রাউন কালারগুলো বেছে নিন। ডার্ক স্কিনে ক্রিমি/গ্লসি লিপস্টিকের থেকে ম্যাট লিপস্টিকগুলো ভালো মানাবে।
ছবি – ওমেনঅনলি ডট কম
লিখেছেন – জান্নাতুল মৌ