Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

মজাদার চিংড়ী বিরিয়ানি

$
0
0

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-৬ জন কে পরিবেশন করা যাবে ।

উপকরণ

চিংড়ী রান্নার জন্য
- মাঝারি সাইজের চিংড়ি মাছ আধা কেজি
- পেয়াজ কুচি আধা কাপ
- পেয়াজ বাটা আধা কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- মরিচ গুড়া ১ চা চামচ
- জিরা গুড়া ১ চা চামচ
- গরম মসলা গুড়া আধা চা চামচ
- নারিকেলের দুধ ২ কাপ ( নারিকেলের দুধ না থাকলে গুড়ো দুধ বা গরুর দুধ দিয়েও করতে পারেন )
- লবণ আপনার স্বাদ মতো
- তেল বা ঘি ২ টেবিলচামচ
- চিনি ১ চা চামচ

বিরিয়ানি রান্নার জন্য
- বাসমতি বা পোলাও এর চাল ২ কাপ
- কাঁচা মরিচ ৫-৬ টি
- সাদা এলাচ ৪ টি
- দারচিনি ৩-৪ টি
- তেজপাতা ২ টি
- আস্ত গোলমরিচ ৬-৭ টি
- লবঙ্গ ২ টি
- পছন্দের বাদাম কুচি অল্প
- তেল ১ টেবিল চামচ
- ঘি ১ টেবিলচামচ
- পেয়াজ বেরেস্তা পরিমান মত
- কিসমিস অল্প
- লবন পরিমান মত
- গরম পানি ৪ কাপ

 প্রণালী

( ১ ) প্রথমে চিংড়ী ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে সামান্য লবন মাখিয়ে রেখে দিন । একটি প্যানে তেল গরম করে চিংড়ীগুলো হালকা ভেজে রাখুন। বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে । 

( ২ ) এরপর তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিয়ে তার সাথে সব বাটা ও গুড়ো মশলা দিয়ে দিতে হবে । আধা কাপ পানি দিয়ে মসলাগুলো একটু কষিয়ে নারিকেলের দুধ দিতে হবে ।

( ৩ ) ফুটে উঠলে চিংড়ী মাছগুলো দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে ঝোল কমে তেল উপরে উঠে আসা শুরু হলে চিনি দিয়ে ১ মিনিট রান্না করে নামিয়ে রাখতে হবে।

( ৪ ) এবার একটি পাত্রে তেল গরম করে আস্ত গরম মশলা ও চাল দিয়ে ঘন ঘন নেড়ে ভাজতে থাকতে হবে । কাঁচা মরিচ, বাদাম কুঁচি ও কিসমিস দিয়ে ভাজতে থাকুন ।

( ৫ ) চাল ভালোভাবে ভেজে নিলে পোলাও ঝরঝরে হয় । চাল যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন বুঝা যাবে ভাজা হয়ে গেছে , গরম পানি ও লবন দিয়ে নেড়ে ঢেকে দিয়ে ফুটতে দিন।

( ৬ ) এখন চাল ফুটে পানি শুকিয়ে কমে এলে ঝোলসহ চিংড়ীগুলো দিয়ে সাবধানে নেড়ে মিশিয়ে দিন । এখন চুলা কমিয়ে দিন । একটু পরে লবন চেক করুন, লাগলে উপরে ছিটিয়ে দিন ।

( ৭ ) তারপর পানি একেবারে শুকিয়ে এলে আর একবার হালকাভাবে নেড়ে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ছিটিয়ে ঢেকে একদম অল্প আঁচে দমে রাখুন। আর ঢাকনা খুলবেন না, ১৫-২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন । ব্যস, তৈরী হয়ে গেল মজাদার চিংড়ী বিরিয়ানি ।

ছবি – কিচেন.নাইন.কম.এইউ

রেসিপি - আফরুজা শিল্পী


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles