রোদে পুড়ে ত্বকের বিশ্রী অবস্থা! কিছুতেই এই রোদে পোড়া দাগ থেকে রেহাই পাচ্ছেন না। ছাতা, সানস্ক্রিন ব্যবহার করার পরেও ত্বকে কালো কালো ছোপ দাগের উপদ্রব। আসলে রোদের তিব্রতা থেকে ত্বককে রক্ষা করা দুঃসাধ্য। তবে ঘরোয়া কিছু উপানের সাহায্যে আপনি এই সান ট্যান থেকে রেহাই পেতে পারেন।
কী কী উপকরণে আর কীভাবে দূর করবেন এই জেদি সান ট্যান তাই দেখানোর চেষ্টা করেছেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট লিন্ডা। চলুন দেখে নিই, সান ট্যান দূরীকরণে ঘরোয়া উপায় স্কিন কেয়ার টিউটোরিয়ালটি।
ছবি এবং টিউটোরিয়াল – মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডা