কেমন চলছে ঈদের প্রস্তুতি? ঈদ উল আযহায় মাংস রান্না-বান্না নিয়ে ব্যস্ততার শেষ থাকবে না তা খুব স্বাভাবিক। কিন্তু শত ব্যস্ততার মাঝেই হালকা মেকাপ না করলে কিন্তু অপূর্ণতাই রয়ে যাবে। এই দিনটিতে সাজগোজের বন্ধুদের সজীব এবং প্রাণবন্ত দেখাতে সাহায্য করবেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট লিন্ডা। ঈদের ব্যস্ততা, ঈদের দিনের বা পরের দাওয়াতের কথা মাথায় রেখে স্পেশালি সাজগোজের বন্ধুদের জন্য এই মেকাপ লুকটি করে দেখিয়েছেন তিনি। তবে আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক, মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডার করা ঈদ উপযোগী দারুণ এই কপার আই মেকাপ লুকটি।
ছবি এবং টিউটোরিয়াল – মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডা