আজকের আমরা শিখব বেসিক চেইন সেলাইয়ে রিপিটেশন এনে কেমন দারুন কারুকার্যে রূপ দেয়া যায়। এই সেলাইয়ে নাম দেয়া যায় ট্রিপল চেইন স্টিচ। যারা চেইন স্টিচ অলরেডি পারেন তারা পরের ধাপ থেকে শুরু করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট ফ্রেম সুঁই সুতো নিয়ে বসেই যাই।
চেইন সেলাইয়ের প্রতিটি ধাপ অনুসরণ করে সেলাইটি আয়ত্তে চলে ধরে নিচ্ছি। এবার আসা যাক মূল সেলাই ট্রিপল চেইন স্টিচে। লম্বালম্বিভাবে পাশাপাশি চেইন সেলাই করে নিন। এবার মূল কাজটি হবে মাঝে। দুটি চেইন সেলাই দিয়ে বর্ডারের মতো তানা হয়ে গেলে ভিন্ন রঙা সুতো নিয়ে নিন। এবার এই চেইন দুটোর মাঝে একটি ফোড় তুলে পেঁচিয়ে নিতে হবে। কীভাবে করবেন ঠিক বুঝতে পারলেন না? নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুণ নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন।
ছবি - প্যারেন্টসফোরাম.কম