শিরোনাম পড়েই বুঝে গিয়েছেন আজকের মেকাপ টিউটোরিয়ালের বিষয়বস্তু। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক মেকাপ আর্টিস্ট শাহ্নাজ শিমুলের করা বাংলাদেরশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির ব্রাইডাল লুক ইন্সপায়ার্ড মেকাপ টিউটোরিয়ালটি।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি- শাহ্নাজ শিমুল রহমান