এবারই প্রথম এতো কালারফুল একটি মেকাপ লুক করলেন বিউটি এক্সপার্ট শাহনাজ শিমুল। তবে চলুন দেখে নিই, পার্টি বা দাওয়াতের জন্য পারফেক্ট ব্লু আই মেকাপ লুক টিউটোরিয়ালটি।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান