সেলাই কাজে নতুনত্ব আনতে জুড়ি নেই ওভেন সার্কেল স্টিচের। ডাল ফোড় থেকে শুরু করে ক্রস সেলাইয়ে সাথে আরও একটু সৌন্দর্যমণ্ডিত করতে জুরে দিতে পারেন এই সেলাইটি। চলুন আর কথা না বাড়িয়ে শিখে নিই, কীভাবে করতে হয় ওভেন সার্কেল স্টিচ।
নিচে দেয়া ছবিগুলো দেখে, ধাপে ধাপে চেস্টা করুন। দেখবেন নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই নিখুঁত এবং দারুন নান্দনিক সেলাইটি শিখে গিয়েছেন।
ছবি – নিডেলথ্রেড.কম