খুব সহজে তৈরি করে নিন একটি ফ্লাওয়ার বাকেট অথবা ওয়াল হ্যাংগিং। শুধু নিচের নিয়ম গুলো দেখে নিজে একবার চেষ্টা করুন।
- প্রথমে একটি স্কয়ার কালার পেপার নিন। এরপর এটিকে ভাঁজ করুন নিচের নিয়মে
- এরপর কাগজের উপরের যে কোন রয়েছে তার সাথে নিচের দুই কোন মিলিয়ে ভাঁজ করুন।
- এবার ভাঁজ করা অংশটির মাঝ বরাবর আবার একটি ভাঁজ করুন।
- এবার একপাশের ভাঁজ করা অংশ টি উঠিয়ে নিচের নিয়মে ভাঁজ করুন।
- দুই পাশের কোন দুটির উপরের যে অংশ অতিরিক্ত রয়েছে সেটি ভাঁজ করে দিন। এরপর কোন দুটির মাঝ বরাবর যে ভাঁজের দাগ রয়েছে সে অনুযায়ী ভাঁজ করে নিন।
- এবারে দুই পাশের দুটি অংশের মাঝখানে আঠা দিয়ে ছবির নিয়মে জোরা লাগিয়ে নিন।
- এরকম পাঁচটি অংশ দিয়ে একটি ফুল তৈরি হয়। এবার পাপড়িটির দুই পাশে আঠা দিয়ে আরেকটি পাপড়ি যোগ করুন। এভাবে পাঁচটি পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে একটি ফুল তৈরি করুন।
- অনেক গুলো ফুল তৈরি করে আপনি চাইলে বাকেট তৈরি করতে পারেন আবার ওয়াল হ্যাংগিং হিসেবেও রাখতে পারেন। চলুন দেখি আপনার কোনটা ভালো লাগে।
এবার নিজের পছন্দ অনুযায়ী তৈরি করে নিন।
লিখেছেনঃপাপিয়া সুলতানা