Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

$
0
0

ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্ড প্লেটের কিংবা অনেক দামি ডিজাইনের স্বর্ণের গয়না তো পরাই হয়। কিন্তু বাঙালী নারীদের সব সাজের সাথেই রূপার গয়না ঠিকই মানিয়ে যায়। তাই সব থেকে আলাদা ঢঙে সাজার জন্য বেছে নিতে পারেন রূপার গয়না।

 

রূপার উপর পাথর বসানো আংটি, চুড়ি,হরেক রকম ডিজাইনের গলার মালা, পায়ের নূপুর ইত্যাদির ব্যবহার করে সাজতে পারেন এই ঈদে।

রুপার বড় দুল ও ভারী নেকলেস যে কোন ফ্যাশনেবল পোশাকের সাথে বেশ চলছে এখন। আর রূপার গয়না যেকোনো রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। যেকোনো ডার্ক কালার যেমন-কালো,লাল,নীল বা বটল গ্রিন রঙের পোশাকের সঙ্গে রূপা ভালো মানায়।

 goyna 5

ফ্যাশনেবল সালোয়ার কামিজ, গাউন আবার শাড়ির সঙ্গেও রুপার বড় দুল আর ঘন কাজের গলার মালা বেশ চলছে। শাড়ি বা লং ড্রেসগুলোর সঙ্গে চলছে রুপার ভারী গয়নাগাটি।

বাজারে স্বর্ণের দাম অনেক বেশি কিন্তু রূপার দাম সেই তুলনায় অনেকটা কম।তাই তৈরি গয়নার পাশাপাশি চাইলে নিজের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারেন রূপার গয়না।

দাম

বর্তমানে রূপার প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ১২২৫ টাকা। ১৪২৫ থেকে ১৫০০ টাকায় ভালো রুপা কিনতে পারবেন।তবে রূপার জিনিসের ডিজাইন অনুযায়ী দাম হবে,তাই ভরি অনুযায়ী দাম মেলানো যাবে না।

রূপার গয়নার ফুল সেট কিনতে খরচ হবে ৬,০০০-১২,০০০ টাকা। ডিজাইন ভেদে নাকফুলের দাম পড়বে ২০০-৩০০ টাকা,কানের দুল ৫০০-৩০০০ টাকা,হাতের চুড়ি ২০০০-১০,০০০ টাকা। টিকলি ও ব্রেসলেট ১০০০-৩০০০ টাকা। তবে জমকালো এবং ভারী গয়নার সেট কিনতে হলে খরচ করতে হবে ৩০,০০০-৪০,০০০ টাকার বেশি।
goyna 1
কোথায় পাবেন

আধুনিক ডিজাইনের এবং ভিন্ন রকম রূপার গয়নার চাহিদা থাকলে প্রথমেই যেতে পারেন আড়ং-এ। এখানে রুপার নাকফুল, আংটি, চুড়ি থেকে শুরু করে গলার হার, খাড়ু,বাজু,পায়ের নূপুর বা পায়েল পর্যন্ত নানা ডিজাইনের গয়না পাওয়া যাবে।

কিনে নিতে পারেন ভিন্ন ধাঁচের মাদুলি সেট। যাই কিনবেন দাম নির্ভর করবে জিনিসটির ডিজাইনের ওপর। এছাড়াও অন্যান্য ফ্যাশন হাউসগুলোতেও পাবেন রূপার গয়না। অঞ্জন’স- এও পাবেন রূপার ভিন্ন রকম গয়না।এখানে একদমই ভিন্ন রকমের ডিজাইন সংগ্রহ করে গয়না বানানো হয়, যা অন্য কোথাও পাবেন না।

এছাড়াও বসুন্ধরা, আনাম র‌্যাংস, মেট্রো শপিং মল, ইস্টার্ন মল্লিকা এবং উত্তরার সব শপিং মল-এই পাবেন রূপার গয়না।

গয়না আলাদাভাবে বানাতে চাইলে ঢাকার গাউছিয়া,নিউমার্কেট সবথেকে সুবিধাজনক। দামাদামি করে নিজের পছন্দ মতো বানিয়ে নিন রূপার গয়না।

ছবি - ফটোগ্রাফারস.ক্যানভেরা.কম

লিখেছেন – সোহানা মোরশেদ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles