ঈদের প্রস্তুতি চলছে নিশ্চয়ই! ঈদের সাজের কথা মাথায় রেখেই আমাদের সবার প্রিয় শাহনাজ শিমুল আরও একটি মেকাপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলেন।যা ট্র্যাডিশনাল আউট ফিটের সাথে সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথে দারুন মানিয়ে যাবে। তবে আর দেরি কেন? দেখে নেয়া যাক, শাহনাজ শিমুলের ঈদ স্প্যাশাল সফট গ্ল্যাম মেকাপ টিউটোরিয়াল।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান