ডোনাট খাবারটা আমাদের প্রায় সবারই পছন্দের খাবার। আজ যেই হেয়ার স্টাইলটি আপনাদের সাথে শেয়ার করব তা এই ডোনাটের শেপের মতো। হ্যাঁ, খুব সহজে আপনি করে ফেলতে পারেন ডোনাট বানটি।
যা লাগবে:
- হেয়ারব্রাশ
- হেয়ার স্প্রে
- হেয়ার পাউডার (যদি থাকে)
- মোটা ও চিকন হেয়ার ব্যান্ড
- হেয়ার পিন
ধাপসমূহ:
- চুল শ্যাম্পু করে শুকিয়ে আঁচরে নিতে হবে যাতে কোন গিট না থাকে। একটু গ্লসিভাব আনার জন্য হালকা তেল দেয়া যেতে পারে। এবার হেয়ার পাউডার দিয়ে মাথার সামনের অংশে হালকা টিজিং করে নিতে হবে।
- এবার সব চুল নিয়ে একটু উপর করে ঝুঁটি করে মোটা হেয়ার ব্যান্ড দিয়ে আঁটকে নিতে হবে।
- এবার ছবিতে দেখানো ভাবে ডোনাট করে চিকন ব্যান্ড দিয়ে আঁটকে দিতে হবে।
- এখন চুল দুপাশে দুটি ভাগ করে, একপাশের চুল আবার দুভাগ করে পেঁচিয়ে নিতে হবে দেখানো ভাবে। একইভাবে অপর প্রান্তের চুলেও করে নিন।
- এবার পিন দিয়ে ভালোভাবে আঁটকে নিতে হবে পুরো বানটি। ব্যাস, হয়ে গেল ডোনাট বানটি।
ছবি – পিন্টারেস্ট.কম
লিখেছেন -সারাহ