Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ঈদের রাতের পার্টির জন্য পারফেক্ট এলিগ্যান্ট বান ! 

$
0
0

 

আমাদের মধ্যে যাদের খুব বড় চুল নেই, তবে বান খুবই পছন্দ করি তাদের জন্য আজ রয়েছে একটি অসাধারণ বান হেয়ার স্টাইল। এই ঈদে আপনি চাইলে খুব সহজেই করে ফেলতে পারেন এই অসাধারণ হেয়ার স্টাইলটি, যার নাম এলিগ্যান্ট বান হেয়ার স্টাইল।

এই হেয়ার স্টাইল করার জন্য হাতের কাছে রাখুন, চিরুনি, রাবার ব্যান্ড আর কিছু ববিপিন। এখন জেনে নেয়া যাক, হেয়ার স্টাইলটি কীভাবে করতে হবে-

 

১। প্রথমে চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিন যাতে জট না থাকে। এবার সামনের চুলগুলো পেছনে নিয়ে কানের ঠিক উপরের দিকে ধরে একটা পনিটেইল করুন। এখন বাম পাশ থেকে কিছুটা চুল নিয়ে এন্টি- ক্লকওয়াইজ ডিরেকশনে টুইস্ট করে, পনিটেইলের উপর দিয়ে এনে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ববিপিন দিয়ে আটকে দিন। আপনি চাইলে টুইস্ট নাও করতে পারেন।

   hair elegant 1

২। একইভাবে ডানপাশ থেকে চুল নিয়ে পনিটেইলের উপর দিয়ে নিয়ে এসে ববিপিন দিয়ে আটকে দিন।

 hair elegant 2

৩। আপনি যদি টুইস্ট না করে থাকেন তাহলে ববিপিনের স্থলে রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন। ধরুন যখন বামপাশ থেকে চুল আনবেন তখন পনিটেইলের খুব কাছ থেকে চুল নিয়ে বামপাশের চুল আর সেই চুল একসাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিবেন। সেক্ষেত্রে সবার শেষে (চুলের গোড়া পর্যন্ত এসে গেলে) চুল টেনে ববিপিন দিয়েই আটকাতে হবে। নয়ত রাবার ব্যান্ড বেরিয়ে থাকবে।

 hair elegant 3

৪। এভাবে টুইস্ট করে বা টুইস্ট ছাড়া যেভাবেই করুন না কেন, তা চুলের গোড়া পর্যন্ত করা হলে বাকি চুল নিয়ে সাধারণভাবে একটি ব্রেইড করে নিন।

 hair elegant 4

৫। এখন ব্রেইডটি ভিতরের দিকে ঢুকিয়ে ববিপিন দিয়ে আটকে নিন। সবশেষে চুলের লুক দীর্ঘসময়ের জন্য ঠিক রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করুন।

hair elegant 5

ব্যাস হয়ে গেলো আপনার এলিগ্যান্ট হেয়ার স্টাইল। ঈদের রাতের পার্টির জন্য রেডি তো!

ছবি – হেয়ারস্টাইলউইকি.কম

লিখেছেন- নীল


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles