যা যা লাগবেঃ
- রিবন
- আঠা
- সুঁই এবং সুতা
- লাইটার
- হেয়ার ব্যান্ড
- কিছু মুক্তা
যেভাবে করবেনঃ
-প্রথমে রিবন গুলোকে ছবির নিয়মে কেটে নিন। সাদা কালার ১৪ টি এবং গোলাপি কালার ১৪ টি। প্রতিটির মাপ ৪ সেমি / ১.৫ ইঞ্চি হবে।
- রিবনের কাটা সাইড গুলো আগুন দিয়ে হালকা ভাবে পুড়িয়ে দিন এতে সুতো বেরিয়ে আসবেনা। এরপর ছবির নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিন। প্রথমে দুই কোণা একসাথে করে ভাঁজ দিন এবং পরে অপর দুই কোণা নিয়ে ভাঁজ করুন।
-একই ভাবে গোলাপি কালার রিবনটিও ভাঁজ করে নিন। এবার দুই কালার রিবন একসাথে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে পেছনের যে কোণা থাকবে সেটা কেটে নিন। দুই পাশের কোণ গুলো হালকা ভাবে পুড়িয়ে দিন এবং মাঝখানে আঠা দিয়ে জোরা লাগিয়ে দিন।
- সুতা দিয়ে ৮ টি পাপড়ি নিচের নিয়মে সেলাই করে নিন।
- এরপর তিনটি করে পাপড়ি আঠা দিয়ে নিচের নিয়মে লাগিয়ে নিন।
- এবার একটি হেয়ার ব্যান্ড নিয়ে তাতে রিবন পেঁচিয়ে নিন। এর উপর বড় ফুলটিকে মাঝখানে এবং পাপড়ি গুলোকে দুই পাশে আঠা দিয়ে বসিয়ে দিন। এবার ফুলের উপর মুক্তা দিয়ে ডেকোরেট করে নিন।
- তৈরি হয়ে গেল সুন্দর একটি হেয়ার ব্যান্ড।
লেখা ও ছবিঃ শাওন