Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

কাগজের তৈরি কাশ ফুল

$
0
0

এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ

  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি

flower 1

১ম ধাপঃ একটি আয়তাকৃতির রঙ্গিন কাগজ নিন। কাগজটির দৈর্ঘ্য বরাবর যে কোন এক পাশে আঠা লাগান। কাগজটিকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক ভাঁজ করে অন্য পাশের সাথে জোড়া লাগান।

flower 2

২য় ধাপঃ কাঁচির সাহায্যে ভাঁজ করা কাগজটিতে ছোট ছোট ফ্রিঞ্জ কাটুন। ফ্রিঞ্জ কাটার পর হাতের তালু দিয়ে সেগুলোকে হালকা চাপ দিন, যাতে ফোলা ফোলা ভাব আসে।

flower 3

৩য় ধাপঃ একটি সবুজ রঙের কাগজ নিন। কাগজটিকে যেকোন এক পাশ থেকে রোল করতে করতে একটি কাঠি তৈরি করুন।

flower 4

৪র্থ ধাপঃ ফ্রিঞ্জ কাটা কাগজটির দৈর্ঘ্য বরাবর সমান অংশটিতে আঠা লাগান। আঠা লাগানো অংশ কাঠির ঠিক নিচে বাঁকা করে ধরুন।

flower 5

৫ম ধাপঃ ফ্রিঞ্জ কাটা কাগজটিকে সবুজ কাঠির মধ্যে ধীরে ধীরে প্যাঁচাতে থাকুন যতক্ষণ পর্যন্ত ফ্রিঞ্জ কাটা কাগজ শেষ না হয়। মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি হয়ে গেল রঙ্গিন কাশ ফুল।

লেখা ও ছবিঃ মুহাইমিনা


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles