Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

সহজলভ্য জিনিস দিয়েই তৈরি করে নিন স্যুট গ্রিটিং কার্ড

$
0
0

স্পেশাল মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তুলতে আমরা সবসময় পছন্দ করি। নানা ধরণের আয়োজনে স্পেশাল দিনটিকে আরো স্পেশাল করার জন্য আমাদের থাকে নানা প্রয়াস। এতসব আয়োজনে আমরা খুব সহজেই দিনটিকে স্বরনীয় করে রাখতে দিতে পারি গিফট কার্ড, আর তা যদি হয় নিজের বানানো তাহলেতো কথাই নেই। এই ধরণের একটি সুন্দর কার্ড হলো স্যুট গ্রিটিং কার্ড, যা আপনি খুব সহজেই হাতের নাগালেই পাওয়া যায় এমন সব জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন।

suift card 11

যা লাগবে

  • পেপার
  • রুলার
  • কাঁচি
  • সুই
  • সুতা
  • আইকা
  • প্রয়োজনীয় অরনামেন্টস – বাটন, রিবন ইত্যাদি।

suift card 2

১. প্রথমে দুই টুকরা কার্ড পেপার নিয়ে এভাবে ভাজ করে নিতে হবে।

suift card 3

২. এরপর সাদা পেপারটি দেখানো ভাবে ভাজ করে নিয়ে নীল পেপারের ভিতরে দিয়ে দিতে হবে।

suift card 4

৩. টাই দিতে চাইলে পছন্দের কালারের রিবন পরিমাপমত কেটে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আইকা দিয়ে আটকে দিতে হবে।

suift card 5

suift card 6

suift card 7

৪. রিবন দিয়ে এবার নিজের ইচ্ছামত ডিজাইন করে নিন।

suift card 8suift card 9

হয়ে গেল আপনার শুভেচ্ছা কার্ডটি, এখানে আপনি নিজের পছন্দমত কালার ও অরনামেন্টস দিয়ে সাজিয়ে নিতে পারেন কার্ডটি।

suift card 10

ছবি আইসিপ্যান্ডাহল.কম

লিখেছেন – সারাহ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles