কাগজ কেটে পাতা আমরা অনেকেই বানিয়েছি।
এই পাতাগুলো তৈরি করতে যা যা লাগবেঃ
- রঙ্গিন কাগজ
- আঠা
- কাঁচি
- পেন্সিল
১ম ধাপঃ
একটি আয়তাকৃতির রঙ্গিন কাগজ নিন। কাগজটিকে প্রস্থ বরাবর অর্ধেক ভাঁজ করুন।
২য় ধাপঃ
ভাঁজ করা কাগজটিতে উপরের ছবির মত করা নকশা আঁকুন। নকশা বরাবর কাগজটিকে কেটে নিন।
৩য় ধাপঃ
কাটা কাগজটির ভাঁজ খুলে ফেলুন। এখন কাগজটিতে একরডিঅন ফলড (জিগজেগ ভাঁজ) করুন। ভাঁজগুলো যেন সমান ও সুন্দর হয়।
৪র্থ ধাপঃ
জিগজেগ ভাঁজ করা কাগজটির ঠিক মাঝখানে ভাঁজগুলোকে একসাথে করে ধরুন। খেয়াল করুন যে কাগজের এক পাশ বড় ও অন্য পাশ ছোট। বড় পাশের যে কোন একদিকে আঠা লাগিয়ে দিন এবং অন্য পাশের সাথে জোড়া লাগিয়ে দিন। পাতা তৈরি হয়ে গেল!
এই পাতাগুলো ব্যবহার করে আপনি আর অনেক কিছু ক্রাফট করতে পারবেন।
লেখা ও ছবিঃ মুহাইমিনা