Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন যৌন হয়রানির? (পর্ব ০২)

$
0
0

এ সংক্রান্ত প্রথম পর্বে লিখেছিলাম কর্মক্ষেত্রে যৌন হয়রানির কথা, আজ লিখছি এমন একটি বিষয় নিয়ে যেটি সম্ভবত সবচাইতে কমন। আমি আজ পর্যন্ত এমন কোন বাংলাদেশী নারীর দেখা পাইনি যিনি কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হননি। তবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনে এ ধরণের ঘটনাগুলো।

“গুরুসমীপে ছাত্রী কন্যাসম”- এই আপ্তবাক্য এখন সম্পূর্ণ মিথ্যা। আমরা এমনই অসভ্য, বর্বর পশুতে পরিণত হয়েছি যে আমাদের চোখে ছাত্রীরাও ভোগ্যবস্তু। ভিকারুন্নিসার প্রাক্তন শিক্ষক পরিমল জয়ধরের কথা আমরা সবাই জানি। এ ধরণের পরিমল ঘরে ঘরে লুকিয়ে আছে। ছোটবেলার আরবি শেখানো হুজুর, নাচের শিক্ষক, আর্ট টিচার- এদের মাধ্যমে যৌন হয়রানি খুব কমন একটা ঘটনা। বাহাত্তর বছর বয়েসি এক নাচের শিক্ষককে চিনতাম রাজশাহীতে যিনি বারো বছর বয়েসি আমার সাথে সুযোগ পেলেই অশালীন কথাবার্তা বলতেন। আমি আটানব্বই সালের কথা বলছি। বদমায়েশটা এতদিনে সম্ভবত অক্কা পেয়েছে, নইলে ব্যাটাকে সাপের পাঁচ পা দেখানোর একটা ব্যবস্থা করা যেত।

এ ধরণের ক্ষেত্রে মূল সমস্যা যেটি হয়, যে নির্যাতিত হচ্ছে সে বুঝতে পারে না, কাউকে বলতেও পারে না এবং এই নির্যাতন ভয়াবহ মানসিক বৈকল্যের সৃষ্টি করে। আদরের নামে জড়িয়ে ধরা, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়া, অশালীন আলাপ করা – এগুলো সবই অহরহ ঘটছে এই আপনার আমার শিশুদের সাথেই।

এসব ক্ষেত্রে অ্যাকশন স্টেপ নিম্নরূপ:

(১) সন্তানকে একা না রাখা। শিক্ষকের সামনে কাউকে না কাউকে বসিয়ে রাখা।

(২) সিসিটিভি। যে ঘরে সন্তান পড়ছে সেখানে সিসিটিভি লাগানো, শিক্ষককে তা জানানো এবং সেটা মনিটর করা। জ্বি, অবস্থা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে।

(৩) সন্তানের সাথে সরাসরি এসব বিষয়ে কথা বলা। তাকে “খারাপভাবে স্পর্শ” করছে কিনা এ সম্পর্কে বোঝানো। নির্যাতিত হলে সে যেন না লুকায় এই আশ্বাস তাকে দেয়া।

এবার আসি স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ক্ষেত্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে যৌন হয়রানির কথা ইনবক্সে লিখেছেন বহু নারী। এক্ষেত্রে কার্যকর উপায় হচ্ছে সেফটিপিন থেরাপী। কোনরকম স্পর্শ না করে শুধু তাকিয়েও যৌন হয়রানি করা যায়, এক্ষেত্রে পাল্টা তাকিয়ে এবং সরাসরি জিজ্ঞাসা করে (কি দেখেন?) বদমায়েশটাকে হতভম্ব করে দেয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক বান্ধবীর কথা জানি, যাকে ডিপার্টমেন্টে জয়েন করার বিনিময়ে শয্যাসঙ্গিনী হবার প্রস্তাব দেয়া হয়েছিল। আমার বিশ্ববিদ্যালয়, এনএসইউতে এ জাতীয় কাহিনীর শিকার হয়েছে এমনটি বিরল নয় মোটেও। সঠিক সময়ে এ্যাডভাইজিং(কোর্স সিলেকশন), ভাল গ্রেড, প্রেজেন্টেশনে নম্বর ইত্যাদির লোভ দেখিয়ে যৌন হয়রানি করে চাকুরিচ্যুত হয়েছেন এক দুজন কুলাঙ্গার। এই তো, ঠিক এ মুহূর্তে আহসানুল্লাহ এর এক শিক্ষকের আচরণ নিয়ে তোলপাড় চলছে!

নামগুলো সরাসরি বলার মানে এই প্রতিষ্ঠানগুলোকে খাটো করা নয়, বরং এই ভয়াবহ সমস্যার অস্তিত্বকে স্বীকার করে নেয়া, যাতে আমরা এর প্রতিকার করতে পারি। এসব প্রতিষ্ঠানে যেসব ত্যাগী, ঋষিসম শিক্ষক রয়েছেন, আমি জানি তাঁরা আমার সাথে একমত হবেন।

এক্ষেত্রে একটা প্রশ্ন রয়ে যায়, শিক্ষক-ছাত্রী যদি পারস্পরিক সম্মতিতে কিছু করে? এর উত্তর হচ্ছে, দুজন প্রাপ্তবয়ষ্ক মানুষ পারস্পরিক সম্মতিতে অনেক কিছুই করতে পারেন, এটি বেআইনী নয়। তবে এ সম্পর্ক যদি শিক্ষাঙ্গনের ভেতরে, ছাত্রী-শিক্ষক সম্পর্ক বজায় থাকা অবস্থায় হয় (ছাত্রীটি সরাসরি ক্লাস করছে শিক্ষকের) তবে সেটি নিয়ে কর্তৃপক্ষ চাইলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন। আর এতে যদি শিক্ষক দ্বারা ছাত্রীকে ফুঁসলানোর ঘটনা ঘটে, তাহলে এটি পরিষ্কার যৌন হয়রানির ঘটনা। ছাত্রীর চাইতে শিক্ষকের দোষ বেশি কারণ তিনি শিক্ষক, ছাত্রী ভুল করলেও তিনি ভুল করতে পারেন না।

এবার কিছু স্পেসিফিক উদাহরণ দিচ্ছি শিক্ষাঙ্গনে যৌন হয়রানির:

“তুমি ভাল নম্বর পেতে চাও? আমাকে “প্লিজ” করো, বাকিটা নিয়ে চিন্তা করতে হবে না” (সরাসরি নোংরা ইঙ্গিত। ভাল নম্বর পেতে দরকার ভাল পড়াশোনা, শিক্ষককে অন্য কোনভাবে “প্লিজ” করা না)

“তোমার গ্রেড কিভাবে কি করা যায় এটা নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যের পর রুমে এসো” ( odd time এ আপনাকে একা রুমে ডাকা হল)

“বাহ, তোমাকে তো দারুণ সুন্দর লাগছে দেখতে! ক্লাস শেষ হলে চলো কফি খেতে যাই” ( শিক্ষকের কাজ পড়ানো, আপনার রূপের প্রশংসা করা না)

“তুমি তো নিউলি ম্যারিড, তাই না? হাজবেন্ডের পারফর্ম্যান্স কেমন?” (শুয়োরটি আপনার একান্ত ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছে)

এরকম কোটি কোটি উদাহরণ দেয়া যায়। স্টাডি ট্যুরে গিয়ে বদমায়েশি করে এমন  নরাধমও বিস্তর আছে।

এসব ক্ষেত্রে অ্যাকশন স্টেপস নিম্নরূপ:

(১) শুরুতেই জানিয়ে দিন, আপনি নিরীহ নন। তার কোন আচরণ পছন্দ না হলে চোখে চোখ রেখে শক্তভাবে বলে দিন সে যেন সীমা অতিক্রম না করে। গ্রেডের ভয় পাবেন না, গ্রেড আপনার আত্মসম্মানের চেয়ে বড় নয়। Moreover, he has more to lose than you if you expose him.

(২) চেষ্টা করুন সলিড প্রমাণ রাখতে। মোবাইলে বদমাশটির ভয়েস রেকর্ড করুন, টেক্সটগুলো রেখে দিন।

(৩) রূমের ভেতরে একা পেয়ে আপনাকে জাপটে ধরলে সোজা চোখ, গলা বা অণ্ডকোষে আঘাত করুন। দরজা আটকানো থাকলে আরো ভাল, পিটিয়ে শয়তানটার হালুয়া টাইট করে দিন। মনে রাখবেন, শুয়োরটি এটা কাউকে বলতে যাবে না।

(৪) আপনার ক্ষেত্রে উল্টো স্ট্রাটেজি, আপনার চেপে যাওয়াটাই ওর অস্ত্র। নির্যাতিত হলে লুকোবেন না, অফিশিয়াল কমপ্লেন করুন, মামলা করুন। Give him tough time.

(৫) “আমার চাকুরি চলে যাবে, প্লিজ মাপ করে দাও এবারের মত”- এসব কথায় গলে যাবেন না। আপনি ছেড়ে দেয়া মাত্র শুয়োরটা আপনার নামে কুকথা ছড়াবে।

(৬) এবার আসি সমাজের কথায়। “থাক, বদনাম হবে। বিয়েশাদিতে সমস্যা হবে। চেপে যা, মা”

আমার বোনের হবু স্বামী যদি ওর এরকম একটা অন্যায়ের শিকার হবার কথা শুনে বিয়ে থেকে পিছিয়ে যায়, ভাই হিসেবে আমি বরং খুশি হব যে এরকম একটা নপুংশকের হাতে আমার বোনকে তুলে দিচ্ছিনা।

যে সমাজ ভিকটিমকেই অসম্মান করে, I piss on that.

এই সমাজকে ভেঙেচুরে গড়বার কাজটা এই আপনারই হাতে। আপনি নিজে ভিকটিম হলে উচ্চকণ্ঠে প্রতিবাদ করুন, আপনার বোন/মেয়ে হলে তার পাশে দাঁড়ান।

বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী,
যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি!

বিদ্রোহী কবি সেই কবে ডাক দিয়েছেন, প্রিয় নারী, আপনি কি শুনতে পাচ্ছেন?

জাগো গো বাঘিনী!

লিখেছেন - মাসরুফ হোসেন

চলবে………

নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন যৌন হয়রানির? (পর্ব ০১)


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles