Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

কাগজের ফুল

$
0
0

ফুল আমাদের সবার কাছে অতি প্রিয়। পৃথিবীতে কম মানুষই পাওয়া যাবে যারা ফুল পছন্দ করেনা। অনেকে নিজের বাগান করতে না পারলেও বাজার থেকে ফুল কিনে এনে ঘর সাজায়। কিন্তু এ ফুল ক্ষণস্থায়ী। বেশিরভাগ ক্ষেত্রে ২ থেকে ৩ দিনের মধ্যে এ ফুল গুলো নষ্ট হয়ে যায়। অগত্যা আবার নতুন করে বাজার থেকে ফুল কিনে আনতে হয়। এভাবে বাজার থেকে ফুল কিনে আনা ব্যয়বহুলও বটে। আজকে আমারা আপনাদের দেখাব কীভাবে নিজেই ঘরে বসে কাগজের ফুল তৈরি করতে পারেন। এই ফুলগুলো বাজারের ফুলের চেয়েও দীর্ঘস্থায়ী। সুবাস নেই, তাতে কি? এর সৌন্দর্য বিমোহিত করবে আপনি সহ আপনার বাসায় আসা অথিতিকেও।

উপকরণঃ
১।রঙ্গিন কাগজ
২। আঠা
৩।কাঁচি
৪। পেন্সিল
৫। জি আই তার

কীভাবে করবেন?
প্রথমে কাগজটি গোল করে কেটে নিন। এরপর ছবিতে দেখা নিয়ম অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে কেটে নিন।
pic 01

pic 02

জি আই তার টি তে আঠা নিয়ে ছবির নিয়ম অনুযায়ী পেঁচিয়ে নিন।

pic 03

pic 04

তৈরি হয়ে গেল সুন্দর কাগজের ফুল।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles