চুল স্ট্রেইট করার ফ্যাশন স্টাইল এখন আর তেমন নেই। বর্তমানে ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে চুল কার্লের স্টাইল। চলুন দেখে নেই কীভাবে সহজে ঘরেই চুল কার্ল করবেন-
যা যা লাগবে-
- হেয়ার ব্যান্ড
- পানি
- হেয়ারস্প্রে অথবা Hair Texturizer Creme (যদি প্রয়োজন হয়)
কার্ল করার পদ্ধতি-
- প্রথমে একটি বড় রাবারের হেয়ার ব্যান্ড নিন। এবং নিচের ছবিটির মতো করে মাথায় আটকিয়ে নিন।
- এরপর ব্যান্ডের নিচের অংশের চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে নিন।
- অল্প অল্প চুল নিয়ে পেচিয়ে ব্যান্ডের ভেতর আটকিয়ে দিন।
- এভাবে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা রেখে দিন। অথবা কোথাও ঘুরতে যাওয়ার আগে কার্ল করতে চাইলে চুল এভাবে আটকিয়ে নিয়ে সাজগোজ করে ফেলুন, তারপর চুল খুলে ফেলুন।
ব্যস অনেক কম সময়ে আর সহজেই হয়ে যাবে লুজ আর ওয়েভি কার্ল হেয়ারস্টাইল!
আপনি বেশীক্ষণ এই কার্ল স্থায়ী রাখতে চাইলে হালকা করে হেয়ারস্প্রে অথবা Hair Texturizer Creme ব্যবহার করে নিতে পারেন।
ছবি - ইউটিউব
লিখেছেন – সোহানা মোরশেদ