Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

স্ট্রেইটনার ছাড়াই করুন লুজ আর ওয়েভি কার্ল হেয়ারস্টাইল  

$
0
0

চুল স্ট্রেইট করার ফ্যাশন স্টাইল এখন আর তেমন নেই। বর্তমানে ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে চুল কার্লের স্টাইল। চলুন দেখে নেই কীভাবে সহজে ঘরেই চুল কার্ল করবেন-

যা যা লাগবে-

  • হেয়ার ব্যান্ড
  • পানি
  • হেয়ারস্প্রে অথবা Hair Texturizer Creme (যদি প্রয়োজন হয়)

কার্ল করার পদ্ধতি-

  • প্রথমে একটি বড় রাবারের হেয়ার ব্যান্ড নিন। এবং নিচের ছবিটির মতো করে মাথায় আটকিয়ে নিন।

 wavy 1

  • এরপর ব্যান্ডের নিচের অংশের চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে নিন।
  • অল্প অল্প চুল নিয়ে পেচিয়ে ব্যান্ডের ভেতর আটকিয়ে দিন।

 wavy 2

  • এভাবে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা রেখে দিন। অথবা কোথাও ঘুরতে যাওয়ার আগে কার্ল করতে চাইলে চুল এভাবে আটকিয়ে নিয়ে সাজগোজ করে ফেলুন, তারপর চুল খুলে ফেলুন।

 wavy 3

ব্যস অনেক কম সময়ে আর সহজেই হয়ে যাবে লুজ আর ওয়েভি কার্ল হেয়ারস্টাইল!

wavy 4

আপনি বেশীক্ষণ এই কার্ল স্থায়ী রাখতে চাইলে হালকা করে হেয়ারস্প্রে অথবা Hair Texturizer Creme ব্যবহার করে নিতে পারেন।

ছবি - ইউটিউব

লিখেছেন –  সোহানা মোরশেদ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles