এই গরমে ভারী মেকাপ নিয়ে বাইরে বের হওয়ার কথা চিন্তাই করা যায় না। আবার একেবারে মেকাপ ছাড়াও বের হতে ইচ্ছে করে না। তবে কি করা যায়? হ্যাঁ, এই সময় হালকা মেকাপেই মিলবে প্রশান্তি। সামার সিজনে দিনের বেলার জন্য পারফেক্ট মেকাপ লুক নিয়ে হাজির হয়েছেন মেকাপ স্টাইলিস্ট শাহ্নাজ শিমূল রহমান।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান