Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

$
0
0

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ডের মতআকর্ষণীয় হয়ে ওঠে না । এই সমস্যার সমাধান করতে আজ নতুন পদ্ধতির কথা বলবো যার নাম ক্যুইলিং। কাগজকে তারের মতো বানিয়ে যে শিল্প কাজ করা হয় তাই আসলে ক্যুইলিং। ক্যুইলিং গ্রীটিংস কার্ড  বানাতে অহরহ ব্যবহার করা হয়। বাজারে ক্যুইলিং কিট ব্যবহার করে অতি সহজে এবং কিছু সময়ের মধ্যেই আকর্ষণীয় কার্ড বানিয়ে ফেলা যায় । কিন্তু যারা প্রথম প্রথম ক্যুইলিং নিয়ে কাজ করছেন এবং প্রথমেই ক্যুইলিং কিট কিনতে একগাদা টাকা খরচ করতে চাইছেন না তাদের জন্যে রইল আজকের লেখা – কী করেঘরে বসেই হাতে তৈরী করে ফেলা যায় ক্যুইলিং কার্ড।

উপরে ক্যুইলিং পদ্ধতির দ্বারা কাগজের ফড়িং তৈরী করেছি। নীচের পদ্ধতির সাহায্যে আপনিও বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন আকর্ষণীয় কাগজের জিনিস।

quiling 1

প্রথম ধাপ: বাজারে অনেক রকম রঙিন কাগজ পাওয়া যায়। যেমন-  লাল, হলুদ, গোলাপি রঙের । কাগজের আকৃতি বানানোর জন্যে দুইতিন রঙের কাগজ কিনে আনুন । অথবা সাদা কাগজ কিনে তাতে রং করে ফেলুন দু’পিঠ । তারপর পাতলা করে কাগজ কেটে নিন ।

quiling 2

দ্বিতীয় ধাপ: একটা তুলি নিন বা একটা কলম নিন। এইবার পাতলা কাগজের টুকরোকে  গোলগোল করে পাকাতে থাকুন। পুরোটা পাকানো হয়ে গেলে সাবধানে বের করে নিন।

quiling 3

তৃতীয় ধাপ: গোল অংশটার শেষ প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে নিন । তারপর নীচেও আঠা লাগান আর সাবধানে গ্রীটিংসে লাগিয়ে দিন ।

quiling 4quiling 5

 চতুর্থ ধাপ: ফড়িংর শরীর হয়ে যাবার পর বাকী রইল পাখা । পাখার জন্যে প্রথমে আগের মতো পাতলা করে কাগজ কেটে নিন। তারপর গোলগোল করে কাগজের কিছুটা অংশ পাকান তারপর নিচের মতো ত্রিভুজ আকৃতি করে চাপ দিন।তারপর ত্রিভুজ আকৃতি করে কাগজ পাকাতে থাকুন। ত্রিভুজাকৃতি অংশটার শেষ প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে নিন । তারপর নীচেও আঠা লাগান আর সাবধানে গ্রীটিংসে লাগিয়ে দিন ।

quiling 6quiling 7

পঞ্চম ধাপ: বাকী রইল শুর। আগের মতো পাতলা করে কাগজ কেটে নিয়ে কাগজকে দুই ভাজ করে সামনের অংশটা পাকিয়ে নিন।বাকীটা সোজা রাখুন। হয়ে গেল শুর। নীচে আঠা দিয়ে লাগিয়ে নিন। পাখার অনুকরণে তৈরী করে নিতে পারেন ফুলের পাপড়ির আকৃতিও। কয়েকটা ফুলের পাপড়ি মিলিয়ে তৈরী করে নিতে পারেন সুন্দর একটা ফুল।

quiling 8quiling 9

উপরের পদ্ধতির সাহায্যে আপনি সহজে ঘরে বসেই ক্যুইলিং কিট ছাড়া বানিয়ে নিতে পারেন বিভিন্ন আকৃতির পাখী, প্রজাপতি, মাছ আরও বিভিন্ন কিছু। সাথে কিছু sparkling কলম কিনে নিতে পারেন বিভিন্ন নকশা করার জন্যে। পাশে লিখে দিন কিছু কবিতার লাইন। এইভাবে ঘরে বসে তৈরী করে নিতে পারেন আকর্ষণীয় গ্রীটিংস কার্ড।

quiling 10

 লিখেছেন –পৃথা অরন্যা দাস


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles