বৈশাখের সাজ নিয়ে তো অনেক কথাই হল। কিন্তু এই গরমে কেমন হেয়ার স্টাইল মানাবে? আজকে বৈশাখ উপলক্ষে হেয়ার স্টাইল নিয়েই কথা হবে। সাজগজের বন্ধুদের জন্য প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্নাজ শিমূল দুটি হেয়ার স্টাইল একটি ভিডিও টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করেছেন। দেখে নেয়া যাক, বৈশাখী হেয়ার স্টাইল।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান