পুরনো অনেক টুকরো কাপড়গুলো ঘরে পরে থাকে, যেগুলো ব্যবহারের উপযোগী হয় না। সেগুলো ফেলে না দিয়ে ঘরের অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন- ফ্লোর-ম্যাট। ফ্লোর-ম্যাট বানানো যতটা কঠিন ভাবছেন আসলে ততোটা কঠিন না। খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এবং সময় কতটুক লাগবে সেটা নির্ভর করে ম্যাটের সাইজের উপর। অনেকভাবেই ফ্লোর-ম্যাট বানানো যায়। তবে আর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা চলুন শিখে নেই-
- প্রথমে কাপড়গুলো একটার সাথে আরেকটা লম্বা লম্বা ভাবে সুতার সাহায্যে আটকিয়ে নিন।
- এরপর সমান তিনটি কাপড় একত্র করে বেণির মতো করে নিন।
- এভাবে কাপড়ের অনেকগুলো বেণি পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে করে সুতার সাহায্যে আটকাতে থাকুন।
- সেলাই করার সময় নিচে একটি বড় কাপড় দিয়ে নিন। এতে ম্যাটটি সমান থাকবে।
- ফিনিসিং দেয়ার জন্য আলাদা একটি সরু কাপড়ের সাহায্যে নিচের কাপড়টি সেলাই করে নিন।
সহজেই তৈরি হয়ে গেলো ফ্লোর-ম্যাট! অনেক ধরনের কাপড় দিয়ে এটি বানাতে পারেন, তবে গেঞ্জির কাপড় হলে সুবিধা হয়। এতে সহজে ম্যাট নষ্ট হবে না, বা সেলাই খুলবে না।
লিখেছেন - সোহানা মোরশেদ
ছবি – ইউটিউব