সাজগোজের বন্ধুরা কেমন আছো? তোমাদের সাজগোজের কথা মাথায় রেখে আজ তিনটি হেয়ার স্টাইল তুলে ধরা হল।এই ঋতু উপযোগী এবং সব বয়সের সাথে মানিয়ে যায় এমন তিনটি হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্নাজ শিমূল রহমান।চলুন দেখে নিই, সব বয়সের সাথে মানানসই ৩টি ট্রেন্ডি হেয়ার স্টাইলগুলো।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান