Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

$
0
0

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক তেমনি আপনার পরিপাটি লুকটি অন্যের চোখেও গেঁথে যায়।শুধু তাই নয় অন্যান্য দিনের তুলনায় নিজেকে আর একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়। আজ এমন একটি হেয়ার স্টাইল তুলে ধরা হল, যা আপনার লুকে নতুনত্ব এনে দিবে এবং আপনি নিজেই কয়েক মিনিটে করে নিতে পারেন অসাধারণ সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইলটি। আধো খোলা চুলে এই হেয়ার স্টাইলটি খুব সুন্দর মানিয়ে যায়। ইচ্ছে মতো মাঝে বা একটু ভিন্নতা আনতে চাইলে এক সাইডেও অনায়াসে আপনি এই হেয়ার স্টাইলটি করতে পারেন।

আগের টিউটোরিয়ালের মতো এবারও একই কথা বলব তা হল, যেকোনো হেয়ার স্টাইলই করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্ন চুল এবং কন্ডিশনার। চুল ধোয়ার পর কন্ডিশনার এ্যাপ্লাই করে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর চুলের জট ছাড়িয়ে নিতে হবে। আপনার চুলের ঘনত্ব যদি বেশি এবং জট ছাড়াতে বেগ পেতে হয় তবে মাথার সব চুলকে দুই ভাগে ভাগ করে নিয়ে জট ছাড়াতে হবে। এই হেয়ার স্টাইলটি করার সময় চুল এলোমেলো হয়ে যেতে পারে। এই ঝামেলাকে এড়িয়ে যেতে চাইলে আপনি প্রতিটি স্টেপেই অল্প অল্প করে হেয়ার ওয়াক্স লাগিয়ে নিতে পারেন।

যা যা লাগবেঃ
• স্বাভাবিক চুলের জন্য ১টি এবং সিল্কি চুলের জন্য ২টি বা ৩টি ববি পিন
• একটি চিরুনি
• মিডিয়াম হোল্ড স্প্রে
• সবচেয়ে প্রয়োজন একটু ধৈর্য

ছবির মত করে মাথার যেকোনো একপাশের কিছু চুল নিয়ে নিন। প্রয়োজনে আলত করে একটু আঁচড়ে নিন। এবার দুই নম্বর ছবির মতো ভাগ করে নেয়া চুলের উপর দুটি আঙ্গুল রেখে পেঁচিয়ে মাঝারি সাইজের রিংয়ের মত করে নিন।

রিংটিকে ববি পিন দিয়ে আটকে নিন। রিং-টি যাতে এলোমেলো না হয়ে যায় সেজন্য ভালো যেকোন ব্র্যান্ডের মিডিয়াম হোল্ড স্প্রে রিংয়ের চারপাশে তিন ইঞ্চি দূরত্ব রেখে স্প্রে করুন।

এবার রিংয়ের বিপরীত পাশ থেকে কিছু চুল নিয়ে রিংয়ের বরাবর টেনে ধরতে হবে। মনে রাখতে হবে, এখনই রিংয়ের ভিতর দিয়ে নেয়া যাবে না। ছয় নম্বর ছবির মতো করে বিপরীত পাশের চুল হাতের সর্বকনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রাখতে হবে চুল যাতে এলোমেলো না হয় সে কারণে মূলত রিংয়ে ববি পিন লাগানো। তবে আপনি চাইলে ছবির মতো করেও ধরে নিতে পারেন।

আবারো বলছি, এখনি রিংয়ের ভিতর দিয়ে নেয়া যাবে না বরং যে চুলটুকু নিয়ে আমরা রিংয়ের আকৃতি তৈরি করেছি সেই ভাগের ভিতর দিয়ে তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুল নিচের দিকে মুখ করে ঢুকিয়ে দিতে হবে। ঠিক ছবির মত করে বিপরীত দিকের চুলটুকু টেনে উপরের দিকে এনে নিতে হবে। অস্থির না হয়ে এই কাজটুকু করে একটু রিলেক্স হয়ে নিন নতুবা একসাথে পুরো নটটি করতে গেলে হাতে ব্যথা অনুভূত হবে এবং পুরো নট এলোমেলো হয়ে যাবে।

এই পর্যায়ে উপরে টেনে তোলা অংশটি রিংয়ের ওপর দিয়ে নিয়ে ঠিক ছবির মতো করে হোলের (রিংয়ের ভিতর) দিয়ে ঢুকিয়ে নিন। বুঝতে অসুবিধা হলে ছবিটি ভালো করে দেখে নিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন।

১১ নম্বর ছবির মতো করে রিংয়ের ভেতর দিয়ে চুল ঢুকিয়ে একটু টেনে নিন। এবার হাতে থাকা চুলের গোছাটি ডান পাশের চুলের ভেতর দিয়ে নিচের দিকে ঢুকিয়ে নিন, ঠিক ১২ নম্বর ছবিটির মতো করে।

আবার রিংয়ের ভেতর ডান হাতের দুই আঙ্গুল ঢুকিয়ে নিচের দিকে থাকা চুলের গোছাটিকে ঘুরিয়ে রিংয়ের ভেতর দিয়ে বাইরে বের করে আনতে হবে। সবশেষে প্রথমে লাগানো ববি পিনটি খুব সাবধানে খুলে ফেলতে হবে। তারপর নটের দুপাশের বাড়তি চুলগুলো হালকা টেনে নটটিকে টাইট করে নিতে হবে।

বি দ্রঃ আপনার চুল যদি খুব বেশি সিল্কি হয় এবং মনে হয় যে নটটি ফিক্স হয়ে থাকবে না তবে ছোট ছোট ছোট ববি পিন সেলটিক নটের চারপাশে লাগিয়ে নিতে পারেন। অন্যদিকে আপনার চুল যদি স্বাভাবিক হয় তবে কেবল মিডিয়াম হোল্ড স্প্রে দিলেই চলবে।

ব্যস, হয়ে গেল সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল। আপাতদৃষ্টিতে হেয়ার স্টাইলটি ঝামেলার মনে হলেও আদতে বেশ সহজ। কেবল একটু প্র্যাকটিস আর ধৈর্য থাকলেই যথেষ্ট। সুন্দর এবং নিখুঁতভাবে এই হেয়ার স্টাইলটি করতে চাইলে এই পিক্টোরিয়ালের প্রতিটি ধাপ দেখে দেখে প্রথমে অন্যের চুলে তারপর নিজের চুলে এ্যাপ্লাই করে দেখুন, খুব সহজেই আপনার আয়ত্তে চলে আসবে সেলটিক নট হেয়ার স্টাইলটি।

লিখেছেনঃ মরিয়ম আখতার
ছবিঃ টুইস্টমিপ্রীটি.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles