শিরোনাম পড়েই বোঝা যাচ্ছে আজকের মেকাপ টিউটোরিয়ালটি আমরা সবসময় যেমন আই মেকাপ করি তার থেকে কিছুটা ভিন্ন। তবে হ্যা, এই ভিন্নধর্মী আই মেকাপ লুকটি যাদের ভালো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই ভিন্নধর্মী মেকাপ লুকটি সাজগোজের বন্ধুদের জন্য তৈরি করেছেন মেকাপ আর্টিস্ট এবং বিউটি ব্লগার তামান্না ইসলাম। তবে চলুন দেখে নিই, কীভাবে গতানুগতিক ধারার বাইরে এক্তু ভিন্নতার ছোঁয়া আনা যায় মেকাপ লুকে।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি ও টিউটোরিয়াল – তামান্না ইসলাম