ঘরে ভেঙে যাওয়া বা পুরনো মোমবাতি অনেকেই ফেলে রাখেন। নতুন মোম আবার কেনার থেকে পুরনোগুলো দিয়েই খুব সহজে অনেকভাবে আপনি মোমবাতি বানিয়ে ফেলতে পারেন। চলুন শিখে নিই, ঘরে বসেই কিভাবে বানাবেন চমৎকার আইস-ক্যান্ডেল।
যা যা লাগবে-
- কয়েকটি মোম
- রঙ
- লম্বা কাগজের বাক্স
- বরফ
- চিকন সাইজের দড়ি
- পেন্সিল
আইস-ক্যান্ডেল বানানোর পদ্ধতি-
- প্রথমে কয়েকটি মোম একটি পাত্রে নিয়ে গলিয়ে নিন।
- মোমগুলো পুরোপুরি গলে আসলে আপনার পছন্দমতো রঙ তাতে মিশিয়ে নাড়তে থাকুন।
- একটি লম্বা কাগজের বাক্স নিয়ে তার একপাশ খোলা রাখার জন্য কেটে ফেলুন।
- একটি পেন্সিলে দড়ি পেচিয়ে দড়ির পুরো অংশটি বাক্সের ভেতর রেখে ঝুলিয়ে রাখুন।
- এবার কয়েকটি বরফ টুকরো টুকরো করে ভেঙে কাগজের বাক্সের ভেতর রাখুন।
- বরফ রাখার সাথে সাথেই গলানো মোমগুলো বাক্সে ঢেলে নিন।
- শুকিয়ে গেলে বাক্সের কাগজ খুলে ফেলুন আর বরফের পানিটুকু ঝরিয়ে নিন।
ব্যস, দেখলেন তো কতো সহজে তৈরি হয়ে গেলো চমৎকার আইস-ক্যান্ডেল! এভাবেই সহজে আর কম সময়ে বানিয়ে ফেলুন আইস-ক্যান্ডেল।
লিখেছেন – সোহানা মোরশেদ