Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিজেই তৈরি করি নান্দনিক ফ্লাওয়ার লাইট!

$
0
0

আপনার ঘরকে সাজিয়ে তুলুন ফ্লাওয়ার লাইটে। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আপনই এবার ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য নিজেই তৈরি করতে পারেন ফ্লাওয়ার লাইট। চলুন এবার জেনে নিই, কীভাবে তৈরি করতে হবে এই ইনডোর অথবা আউটডোর কালারফুল লাইটিং।

cupcake light 6

 

প্রয়োজনীয় জিনিসপত্র

১। কাপকেক পেপার (বড় ও ছোট সাইজের),

২। স্ট্রিং লাইট,

৩। কাঁচি,

৪। একটি এক্সাক্টো নাইফ।

cupcake light 1

 

ধাপসমূহঃ

১। ফুলের নিচের পাতা তৈরিতে- একটি কাপকেক পেপারকে অর্ধেক ভাঁজে দুইবার ভাঁজ করুন এবং ফোল্ডেড পয়েন্টে ধরে উপর থেকে পাতা শেইপে কেটে নিন।

২। ৮ পাপড়ির ফুল তৈরি করতে- পেপারটিকে অর্ধেক ভাঁজে তিন বার ভাঁজ করুন। তারপর উপর থেকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবে কেটে নিন।

৩। ১৬ পাপড়ির ফুল তৈরি করতে- পেপারটিকে অর্ধেক ভাঁজে চার বার ভাঁজ করুন। তারপর উপর থেকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবে কেটে নিন।

cupcake light 2

৪। এবার চার রঙের (আপনার পছন্দনুযায়ী) চারটি বিভিন্ন শেইপের পেপার (ছবি অনুযায়ী) নিন।

cupcake light 3

৫। এগুলোর সেন্টারের দিকে x  আকারে ছোটো অংশ কেটে নিন, যাতে করে এর মধ্য দিয়ে লাইট ঢুকানো যায়।

৬। প্রত্যেকটি লাইট বাল্বের মধ্য দিয়ে কাপকেক পেপারগুলো ঢুকিয়ে লেয়ার তৈরি করুন।

cupcake light 4

এবার ঘরের যেকোনো জায়গায় সেটিং করে নিতে পারেন। সেটিং শেষে এমনটা দেখাবে।

cupcake light 5

তো আর দেরি কেনো কাপকেক ফ্লাওয়ার লাইট নিজেই তৈরি করে, আপনার ঘরকে করে তুলুন আলোকমন্ডিত।

 

লিখেছেন – নীল

 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles