কেমন আছো সাজগোজের বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আর কিছু দিন বাদেই তো ভ্যালেন্টাইন ডে। এই দিনটির কথা মাথায় রেখেই আমাদের সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্নাজ শিমূল রহমান ভ্যালেন্টাইন ডে স্পেশাল মেকাপ লুক নিয়ে হাজির হয়ে গেলেন। তবে চলুন দেখে নিই, ভ্যালেন্টাইন ডে স্পেশাল গ্ল্যাম মেকাপ লুক।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান