Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3049

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন

$
0
0

মেকআপ নিয়ে বরাবরই আমার বেশ আগ্রহ! যেকোনো অকেশনে নতুন নতুন ট্রেন্ড ফলো করে ডিফারেন্ট মেকআপ লুকস ক্রিয়েট করতে আমি খুবই পছন্দ করি। যারা আমার মতো মেকআপ ট্রেন্ড নিয়ে জানতে পছন্দ করেন এবং পুরো বছরজুড়ে নিজেকে স্পেশালভাবে প্রেজেন্ট করতে চান, তাদের জন্য ২০২৫ এর জনপ্রিয় কিছু মেকআপ ট্রেন্ড নিয়ে আজকের ফিচার।

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড

স্যাটিন ফিনিশ বেইজ মেকআপ

ম্যাটও নয়, গ্লোয়িংও নয়- ২০২৫ সালের বেইজ মেকআপ ট্রেন্ডে আছে স্যাটিন ফিনিশ বেইজ! কেন জানেন? কারণ স্যাটিন ফিনিশ দেয় এমন ফাউন্ডেশন ও কনসিলার ইউজ করলে বেইজ মেকআপ অতিরিক্ত কেকি হয় না কিংবা কিছুক্ষণ পর সরেও যায় না, বরং একদম ন্যাচারাল লাগে দেখতে। আপনার স্কিন টাইপ ড্রাই, অয়েলি বা কম্বিনেশন যেটাই হোক না কেন, স্যাটিন ফিনিশের বেইজ মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। তাই এবারের বৈশাখ কিংবা ঈদে লং-লাস্টিং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে চাইলে বেছে নিতে পারেন স্যাটিন ফিনিশ প্রোডাক্টস!

ডিফাইনড আইব্রো

আইব্রো ট্রেন্ডে প্রায় প্রতিবছরই পরিবর্তন আসে। যেমন, বিগত বছর জুড়ে ন্যাচারালি আইব্রো ড্র করার ট্রেন্ড থাকলেও এ বছর সবাই প্রিফার করছেন ফেইসের শেইপ অনুযায়ী ডিফাইনড আইব্রো, যে কারণে আবার জনপ্রিয়তায় ফিরেছে আইব্রো পমেড। তবে ডিফাইনড আইব্রো আর্ট করার ক্ষেত্রে নিজের ফেইস শেইপ অনুযায়ী আর্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে পুরো মেকআপ লুক দেখতে অতিরিক্ত আর্টিফিশিয়াল মনে হয়। তাই আইব্রো আর্ট করার সময় এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন।

কালারফুল আইলুক

গত বছর নিউট্রাল আইলুক বেশ ট্রেন্ডি থাকলেও এই বছর আই মেকআপের ক্ষেত্রে কালারফুল শেইডস প্রিফার করছেন অনেকেই। বিশেষ করে প্যাস্টেল পিংক, ম্যাজেন্টা, ব্লু কিংবা মিন্ট গ্রিন এই শেইডগুলো এখন খুবই ট্রেন্ডি! আইলাইনারের ক্ষেত্রে ব্ল্যাকের পাশাপাশি এখন কালারফুল আইলাইনার রাজত্য করছে সমানভাবে! আইশ্যাডোর কালারের সাথে কনট্রাস্ট করে কিংবা চোখের ইনার কর্নারে একটু পপ অফ কালার আনতে ডিফারেন্ট কালারের লাইনার দেখতে খুবই এলিগ্যান্ট লাগে।

তো সব মিলিয়ে বলা যেতে পারে, ট্র‍্যাডিশনাল আই মেকআপের চাইতে সবাই এই বছর একটু এক্সপেরিমেন্টাল লুকই বেশি পছন্দ করছেন। তাই সামনের কোনো অকেশনে কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু কালারফুল আইলুক ক্রিয়েট করে নিজেকে সবার চেয়ে স্পেশালভাবে প্রেজেন্ট করতে পারেন আপনিও!

ন্যাচারাল লুকিং আইল্যাশ

ঘন আইল্যাশের ক্রেজ থেকে সরে এসে এই বছর জনপ্রিয় হয়েছে ন্যাচারাল লুকিং আইল্যাশ ট্রেন্ড। ফলস ল্যাশের ক্ষেত্রে অতিরিক্ত লম্বা ও ভলিউমিনাস ল্যাশের ডিমান্ড এখন সেভাবে নেই বললেই চলে। বরং যে আইল্যাশ চোখের শেইপের সাথে মানানসই এবং পরার পর আই মেকআপ ঢেকে যাবে না, সেরকম ন্যাচারাল ফলস ল্যাশই আছে চাহিদার শীর্ষে।

একইসাথে পরিবর্তন এসেছে মাশকারা অ্যাপ্লিকেশন টেকনিকেও! কয়েক লেয়ার মাশকারা দিয়ে ক্লাম্পি আইল্যাশের চাইতে এক বা দুই লেয়ার মাশকারা অ্যাপ্লাই করে আইল্যাশ যতটুকু সম্ভব ন্যাচারাল রাখতেই পছন্দ করছেন সবাই।

লিপগ্লস

লিপস্টিকের ক্ষেত্রে সবার পছন্দের তালিকার শুরুর দিকে ম্যাট লিপস্টিক থাকলেও এখন কিন্তু ট্রেন্ডে লিপগ্লস রীতিমতো ভাইরাল! বিশেষ করে ম্যভ বা বেরি শেইডের লিপগ্লস কম বেশি সবাই ট্রাই করে দেখছেন। এবার আমার পার্সোনাল ফেভারিট লিপগ্লস হ্যাকটি শেয়ার করি। যেকোনো ডার্ক শেইডের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ লাইন করে এবং মাঝের কিছুটা অংশ ফিল করে তার উপর লিপগ্লস অ্যাপ্লাই করতে পারেন, এতে করে লিপগ্লস সারাদিন স্টে করবে আর দেখতেও ক্ল্যাসি লাগবে।

লাতিনা মেকআপ, মেটালিক মেকআপ লুক এগুলোও এখন বেশ ভাইরাল। এটুকুই ছিলো ২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড নিয়ে আজকের আলোচনা। পরিশেষে বলতে চাই, যারা নিজেদের মেকআপ লুকে একটু চেঞ্জ আনতে চাচ্ছেন, তারা এই ট্রেন্ডগুলোর মধ্য থেকে নিজেদের পছন্দের ট্রেন্ডটি ফলো করে দেখতে পারেন। তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, সেটি হলো ফ্ললেস মেকআপের জন্য সবার আগে প্রয়োজন হেলদি স্কিন। তাই নিজেদের স্কিন টাইপ ও স্কিন কনসার্ন বুঝে নিয়মিত স্কিন কেয়ার করতে ভুলবেন না। কারণ, স্কিন সুন্দর, তো মেকআপও পারফেক্ট!

ছবি- সাজগোজ

লেখা- সুমাইয়া দোলা

The post ২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3049

Trending Articles